যৌতুক না পেয়ে অন্য মেয়েকে বিবাহ করলো স্বামী | Daily Chandni Bazar যৌতুক না পেয়ে অন্য মেয়েকে বিবাহ করলো স্বামী | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ২৩ ফেব্রুয়ারী, ২০২৩ ০০:০৬
যৌতুক না পেয়ে অন্য মেয়েকে বিবাহ করলো স্বামী
ষ্টাফ রিপোর্টার

যৌতুক না পেয়ে অন্য মেয়েকে বিবাহ করলো স্বামী

গোবিন্দগঞ্জের রাখালবুরুজ ইউনিয়নের আমতলী বাজার সংলগ্ন এলাকার দরগাপাড়া গ্রামের রুজিনা বেগমের সাথে একই গ্রামের রেজাউল মন্ডলের ছেলে হেলাল উদ্দিনের সাথে গত পাঁচ বছর পুর্বে ইসলামী সরিয়ত মোতাবেক বিবাহ হয়। অভিযোগ সুত্রে জানাযায়, বিবাহের কিছু দিন অতিবাহীত হওয়ার পর বিভিন্ন অযুহাতে দুই লক্ষ টাকা যৌতুক দাবি করে পরিবারটি। রুজিনার পরিবার গরীব অসহায় হওয়ায় যৌতুকের টাকা দিতে না পারায় শারীরীক ও মানসিক নির্যাতন করতে থাকে হেলালের পরিবার। বাবার আর্থিক অবস্থা খারাপ হওয়ায় অনেক নির্যাতন সহ্যকরে সংসার করতে থাকে রুজিনা বেগম। গত ১৪ই জানুয়ারী স্বশুর রেজাউল শ্বাশুরী বেলী বেগম ও ভাই জেলালের পরামর্শে যৌতকুকের টাকা আনার জন্য চাপ দিতে থাকে। রুজিনা বেগম টাকা আনার অপারগতা প্রকাশ করলে বাঁশের লাঠি দিয়ে এলোপাথারী ভাবে মারপিট করে ছেলা ফোলা বেদনা দায়ক জখম করে। রুজিনা প্রতিবাদ করিলে ঘর থেকে ছুরি বাহির করিয়া হত্যার উদ্দেশ্যে চোট মারে ফলে জীবন বাঁচার জন্য চিৎকার করিতে থাকে। এসময় ডাক চিৎকারে এলাকাবাসী এগিয়ে এলে প্রানে বেঁচে যাই রুজিনা। পরে লোক সন্মক্ষে আমাকে মারতে না পেরে গলা ধাক্কা দিয়ে বাড়ী খেকে বের করে দেয়। বাবার বাড়ীতে থাকা কালে আমার অজান্তে গত ২৭ জানুয়ারী অন্যত্র বিবাহ করে আমার স্বামী হেলাল উদ্দিন। উক্ত ঘটনার বিষয়ে আমার পরিবার তাদের নিকট জানতে চাইলে বিবাদী গন অকথ্য ভাষায় গালীগালাজ করে এবং বলে রুজিনা আমাদের বাড়ীতে স্ত্রীর দাবী নিয়ে আসলে খুন করিবে মর্মে ভয়ভীতি হুমকি প্রদর্শন করে।

 উক্ত ঘটনার বিষয়ে, থানার ভারপ্রাপ্ত অফিসার ইনচার্জ ইজার উদ্দিন বলেন, অভিযোগ পেয়েছি তদন্ত পূর্বক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন কারা হবে।

 দৈনিক চাঁদনী বাজার / সাজ্জাদ হোসাইন