
বগুড়ার শিবগঞ্জ উপজেলার মাঝিহট্ট ইউনিয়নের চালুঞ্জা গ্রামে এক গৃহ বধুগলায় ওড়না পেচিয়ে আত্মহত্যা করেছে।
মাঝিহট্ট ইউনিয়নের আব্দুল মান্নান শেখের স্ত্রী সালমা বেগম (৩৫) দীর্ঘদিন যাবত মানসিক রোগে ভুগছিলেন। এর একপর্যায়ে সবার অজান্তে তার শয়ন কক্ষে ঘরের তীরের সঙ্গে ওড়না পেচিয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে।
শিবগঞ্জ থানা অফিসার ইনচার্জ মনজুরুল আলম জানান, বুধবার ঘটনাস্থলে পৌছে নিহত সালমার ঝুলন্ত মরদেহ উদ্ধার করে এবং মৃত দেহের ছুরুত হাল প্রতিবেদন তৈরি করে ময়না তদন্তের জন্য শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। পারিবারিক সূত্রে জানা গেছে সে দীর্ঘদিন মানসিক রোগে ভুগছিলেন। বিভিন্ন সমস্যার কারণে মানুসিক ভারসাম্য হারিয়ে আত্মহত্যা করে। তার মৃত্যুতে পরিবারের সদস্যদের কোন অভিযোগ না থাকায় ময়না তদন্ত শেষে নিকট আত্মীয় নিকট হস্তান্তর করা হয়েছে। এব্যাপারে শিবগঞ্জ থানায় একটি অমৃত্যু মামলা দাযের করা হয়েছে।
দৈনিক চাঁদনী বাজার / সাজ্জাদ হোসাইন