দিল্লিতে আপ-বিজেপি কাউন্সিলরদের হাতাহাতি | Daily Chandni Bazar দিল্লিতে আপ-বিজেপি কাউন্সিলরদের হাতাহাতি | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ২৫ ফেব্রুয়ারী, ২০২৩ ১৬:৩৪
দিল্লিতে আপ-বিজেপি কাউন্সিলরদের হাতাহাতি
অনলাইন ডেস্ক

দিল্লিতে আপ-বিজেপি কাউন্সিলরদের হাতাহাতি

ভারতের রাজধানী দিল্লিতে আম আদমি পার্টি (আপ) ও বিজেপির কাউন্সিলদের মধ্যে হাতাহাতি হয়েছে। শুক্রবার (২৪ ফেব্রুয়ারি) দিল্লি পৌর করপোরেশনে নির্বাচিত কাউন্সিলরদের শপথ অনুষ্ঠানে দুপক্ষ কথা কাটাকাটিতে জড়ায়।

দিল্লি পুরসভার নতুন মেয়র নির্বাচিত হয়েছেন শেলি ওবেরয়। মেয়র এবং ডেপুটি মেয়র নির্বাচনের পর ৬ সদস্যের স্থায়ী কমিটির নির্বাচন হয়। কিন্তু বার বার মুলতুবি হয় অধিবেশন। একটি ভোট ‘অবৈধ’ ঘোষণার পর মেয়র শেলি দাবি করেন, ৬ সদস্যের স্থায়ী কমিটি নির্বাচন করার জন্য ভোটের পুনঃগণনা হবে না। এর পরেই শুরু হয় তীব্র হট্টগোল। মেয়রের বিরুদ্ধে স্লোগান দিতে শুরু করেন বিজেপি কাউন্সিলররা। শুরু হয় হাতাহাতি।

সংঘর্ষের সময় বিজেপি অভিযোগ করে মেয়র এবং ডেপুটি মেয়র নির্বাচনের সময় কলম এবং মোবাইল ফোন নিয়ে যাওয়া নিষিদ্ধ করা হয়েছিল। কিন্তু গোপন ব্যালটে ভোটাভুটির সময় সে কথা রাখা হয়নি। আপের কাউন্সিলররা মোবাইলে ছবি তুলেছেন। এই নিয়ে হুলস্থুল পরিস্থিতির সৃষ্টি হয়।

মারামারির সময় বিজেপি বিধায়ক মীনাক্ষী শর্মা অভিযোগ করেন, তাকে কিছু একটা দিয়ে আঘাত করা হয়েছে। সংবাদ সংস্থা এএনআইকে তিনি বলেন, ‘তারা আমার ঘাড় ধরেছেন। এক পুরুষ কাউন্সিলর আমায় আক্রমণ করেছেন।’

এরপর শেলিকে আক্রমণ করে তিনি বলেন, ‘জানি না উনি দিল্লির মেয়র নাকি আপের! শুধু অরবিন্দ কেজরীওয়ালের নির্দেশে কাজ করেছেন।’ বিজেপির দাবি, আবার নতুন করে হোক এমসিডি-র নির্বাচন। অন্যদিকে, আপের অভিযোগ, পরাজয় মেনে নিতে না পেরে গুন্ডাগিরি করছে বিজেপি।

 দৈনিক চাঁদনী বাজার / সাজ্জাদ হোসাইন