বিডিআর বিদ্রোহ মামলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত এক আসামির মৃত্যু হয়েছে। তার নাম আব্দুল বাতেন (৭০)। তিনি কেরানীগঞ্জে ঢাকা কেন্দ্রীয় কারাগারে ছিলেন।
শুক্রবার (২৪ ফেব্রুয়ারি) রাতে তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে এলে রাত দেড়টার দিকে মৃত ঘোষণা করেন চিকিৎসক।
আব্দুল বাতেনকে হাসপাতালে নিয়ে যান কারারক্ষী আলী হোসেন। তিনি জানান, আব্দুল বাতেন বিডিআর বিদ্রোহ মামলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, আমরা জানতে পেরেছি যে, আব্দুল বাতেন এর আগে কাশিমপুর কেন্দ্রীয় কারাগারে ছিলেন। পরে সেখান থেকে তাকে চিকিৎসার জন্য কেরানীগঞ্জে ঢাকা কেন্দ্রীয় কারাগারে নেওয়া হয়। সেখানে রাতে অসুস্থ হয়ে পড়লে তাকে ঢাকা মেডিকেলে নিয়ে এলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
আব্দুল বাতেনের মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। তার বাবার নাম ইদ্রিস মিয়া।
২০০৯ সালের ২৫ ফেব্রুয়ারি বিডিআর (বর্তমান বিজিবি) সদরদপ্তর পিলখানায় এক নারকীয় হত্যাযজ্ঞ চলে। এতে তৎকালীন মহাপরিচালকসহ বিভিন্ন পর্যায়ের ৫৭ সেনা কর্মকর্তা ও ১৭ জন বেসামরিক নাগরিককে হত্যা করা হয়।
দৈনিক চাঁদনী বাজার / সাজ্জাদ হোসাইন