বগুড়ায় ট্রেনের ধাক্কায় বৃদ্ধের মৃত্যু | Daily Chandni Bazar বগুড়ায় ট্রেনের ধাক্কায় বৃদ্ধের মৃত্যু | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ২৭ ফেব্রুয়ারী, ২০২৩ ২৩:৩৪
বগুড়ায় ট্রেনের ধাক্কায় বৃদ্ধের মৃত্যু
ষ্টাফ রিপোর্টার

বগুড়ায় ট্রেনের ধাক্কায় বৃদ্ধের মৃত্যু

বগুড়া সদরে ট্রেনের ধাক্কায় অজ্ঞাত (৬৫) এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। সোমবার সকাল পৌনে ১০ টার দিকে শহরের তিনমাথা রেলগেট এলাকার হাজি মার্কেটের সামনে এ দুর্ঘটনা ঘটে এবং তিনি ঘটনাস্থলেই মারা যান। পরবর্তীতে তার লাশ উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়।

বিষয়গুলো নিশ্চিত করেছেন বগুড়া রেলওয়ে পুলিশ ফাঁড়ির সহকারী উপ-পরিদর্শক প্রকাশ সরকার।  
পুলিশের এ কর্মকর্তা জানান, অজ্ঞাত ওই বৃদ্ধ রেললাইনের পাশ দিয়ে হেঁটে পুরান বগুড়া এলাকা থেকে তিনমাথা দিক থেকে যাচ্ছিলেন। এসময় বোনারপাড়া থেকে ছেড়ে আসা সান্তাহারগামী কলেজ ট্রেন পেছন থেকে তাকে ধাক্কা দেয়। এতে ওই বৃদ্ধ রেললাইনের পাশে ছিঁটকে পড়ে ঘটনাস্থলেই মৃত্যু হয়।
এএসআই প্রকাশ আরও জানান, বৃদ্ধের পরিচয় শনাক্তে তাদের কাজ চলমান আছে।  

দৈনিক চাঁদনী বাজার / সাজ্জাদ হোসাইন