আম্বানি-অমিতাভ-ধর্মেন্দ্রর বাড়ি বোমা মেরে উড়িয়ে দেওয়ার হুমকি | Daily Chandni Bazar আম্বানি-অমিতাভ-ধর্মেন্দ্রর বাড়ি বোমা মেরে উড়িয়ে দেওয়ার হুমকি | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ১ মার্চ, ২০২৩ ১৭:৩০
আম্বানি-অমিতাভ-ধর্মেন্দ্রর বাড়ি বোমা মেরে উড়িয়ে দেওয়ার হুমকি
অনলাইন ডেস্ক

আম্বানি-অমিতাভ-ধর্মেন্দ্রর বাড়ি বোমা মেরে উড়িয়ে দেওয়ার হুমকি

বলিউড সুপারস্টার অমিতাভ বচ্চন, ধর্মেন্দ্র এবং ভারতীয় ধনকুবের মুকেশ আম্বানির বাড়ি বোমা মেরে উড়িয়ে দেওয়ার হুমকি দিয়েছে অজ্ঞাত এক ব্যক্তি। মঙ্গলবার (২৮ ফেব্রুয়ারি) নাগপুর থানায় ফোন করে এই হুমকি দেওয়া হয়েছে।

ইন্ডিয়ান এক্সপ্রেসের খবরে জানা যায়, মঙ্গলবার নাগপুর পুলিশ কন্ট্রোল রুমের হটলাইনে একটি কল আসে। কলদাতা দাবি করেন, অমিতাভ, ধর্মেন্দ্র ও আম্বানির বাড়ির বিভিন্ন স্থানে বোমা বসানো হয়েছে। যেকোনো সময় সেগুলো উড়িয়ে দেওয়া হবে। হামলার জন্য ২৫ জনের একটি দল মুম্বাই পৌঁছেছে বলেও দাবি করা হয় ওই ফোনকলে।

এই কল পাওয়ার পরপরই নড়েচড়ে বসে পুলিশ প্রশাসন। সঙ্গে সঙ্গে সতর্ক করা হয় মুম্বাই পুলিশকে। বোম্ব স্কোয়াড পাঠানো হয় তিন গুরুত্বপূর্ণ ব্যক্তির বাড়িতে। তবে গোটা বাড়ি তল্লাশি করে কোথাও বোমা বা সন্দেহজনক কিছু পাওয়া যায়নি।

পুলিশের ধারণা, এটি প্রতারণামূলক হুমকি ছিল। এ ঘটনায় এফআইআর দায়ের করা হবে।

ফোন ট্রেসিংয়ের মাধ্যমে জানা গেছে, ফোনকলটি মুম্বাইয়ের শিবাজি নগরের পালঘর পাড়ার কাছ থেকে করা হয়েছিল।

অমিতাভ মুম্বাইয়ের জুহুতে অবস্থিত বিলাসবহুল বাড়িতে। তার কাছাকাছি থাকেন ধর্মেন্দ্রও। মুকেশ আম্বানির বাড়িও মুম্বাইয়ে।

দৈনিক চাঁদনী বাজার / সাজ্জাদ হোসাইন