হাঙরের পেটে দেহাবশেষ, ট্যাটু দেখে মিললো পরিচয় | Daily Chandni Bazar হাঙরের পেটে দেহাবশেষ, ট্যাটু দেখে মিললো পরিচয় | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ১ মার্চ, ২০২৩ ১৭:৩১
হাঙরের পেটে দেহাবশেষ, ট্যাটু দেখে মিললো পরিচয়
অনলাইন ডেস্ক

হাঙরের পেটে দেহাবশেষ, ট্যাটু দেখে মিললো পরিচয়

আর্জেন্টিনায় দিয়েগো বারিয়া নামে ৩২ বছর বয়সী এক ব্যক্তি নিখোঁজ হন সম্প্রতি। গত ১৮ ফেব্রুয়ারি দক্ষিণ চুবুত প্রদেশের উপকূলের কাছে সবশেষ দেখা যায় ওই ব্যক্তিকে। অবশেষে তার দেহাবশেষ পাওয়া গেলো হাঙরের পেটে।

রোববার ভোরে, দুই জেলে স্থানীয় কোস্টগার্ডকে জানায়, বারিয়ার গাড়ি যেখানে পাওয়া গিয়েছিল তার কাছাকাছি স্থানে তারা ৩টি হাঙর ধরেছে।

আইন প্রয়োগকারী সংস্থার এক কর্মকর্তা ড্যানিয়েলা মিল্লাত্রুজ ওই নিখোঁজ ব্যক্তির উদ্ধার অভিযানের দায়িত্বে ছিলেন। তিনি জানান, যখন জেলেরা হাঙরগুলোকে পরিষ্কার করছিল তখন পেটে মানুষের দেহাবশেষ দেখতে পান তারা।

বারিয়ার পরিবারও তাকে চিনতে পারে তার শরীরে ট্যাটু করার কারণে। যদিও তারা তার পরিচয় নিশ্চিত করার জন্য ডিএনএ পরীক্ষাও করবে বলেও জানিয়েছে।

ওই ব্যক্তি নিখোঁজ হওয়ার দুই দিন পর তার গাড়ি উদ্ধার হয়। তবে কীভাবে এ ঘটনা ঘটেছে তা এখনো স্পষ্ট নয়। তদন্ত অব্যাহত রয়েছে বলে জানিয়েছেন তদন্তকারী কর্মকর্তা।

সূত্র: স্কাইনিউজ

দৈনিক চাঁদনী বাজার / সাজ্জাদ হোসাইন