নন্দীগ্রামে যুবলীগের শান্তি সমাবেশ অনুষ্ঠিত | Daily Chandni Bazar নন্দীগ্রামে যুবলীগের শান্তি সমাবেশ অনুষ্ঠিত | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ১ মার্চ, ২০২৩ ২৩:৩২
নন্দীগ্রামে যুবলীগের শান্তি সমাবেশ অনুষ্ঠিত
নন্দীগ্রাম(বগুড়া)প্রতিনিধিঃ

নন্দীগ্রামে যুবলীগের শান্তি সমাবেশ অনুষ্ঠিত

বিএনপি-জামায়াতের সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে এবং বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশের উন্নয়ন ও অগ্রযাত্রা অব্যাহত রাখতে মঙ্গলবার (২৮ ফেব্রুয়ারি) বিকেলে নন্দীগ্রাম উপজেলার বুড়ইল ইউনিয়নের ধুন্দার বাজারে শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়। ইউনিয়ন যুবলীগের সভাপতি লিটন কুমার চৌহানের সভাপতিত্বে এ সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা যুবলীগের সভাপতি এবং উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান দুলাল চন্দ্র মহন্ত। এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা যুবলীগের দপ্তর সম্পাদক জাকারিয়া আদিল ও সাংস্কৃকিত বিষয়ক সম্পাদক এনামুল হক মনির। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন আওয়ামী লীগ নেতা মোফাজ্জল হোসেন, ফেরদৌস আলম, উপজেলা যুবলীগের সহসভাপতি এমআর জামান রাসেল, সাধারণ সম্পাদক মাহমুদ আশরাফ মামুন, যুগ্ম সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম বেনজির ও জিল্লুর রহমান রয়েল প্রমুখ। 

দৈনিক চাঁদনী বাজার / সাজ্জাদ হোসাইন