নন্দীগ্রামে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত | Daily Chandni Bazar নন্দীগ্রামে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ৪ মার্চ, ২০২৩ ২৩:১৯
নন্দীগ্রামে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত
নন্দীগ্রাম(বগুড়া)প্রতিনিধিঃ

নন্দীগ্রামে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

নন্দীগ্রাম উপজেলার কুমিড়া পন্ডিত পুকুর উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়ছে। শনিবার বিকেলে স্কুল মাঠে ভাটরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোরশেদুল বারীর সভাপতিত্বে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি আনোয়ার হোসেন রানা এলএলবি। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, নন্দীগ্রাম-কাহালুর সংসদ সদস্য রেজাউল করিম তানসেন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মেয়র আনিছুর রহমান, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আনোয়ার হোসেন, ফাঁড়ী ইনচার্জ মোস্তাফিজুর  রহমান প্রমুখ। পরে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

দৈনিক চাঁদনী বাজার / সাজ্জাদ হোসাইন