আপাতত পদ্মা সেতুতে মোটরসাইকেল চালুর চিন্তা নেই: কাদের | Daily Chandni Bazar আপাতত পদ্মা সেতুতে মোটরসাইকেল চালুর চিন্তা নেই: কাদের | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ৬ মার্চ, ২০২৩ ১৫:০১
আপাতত পদ্মা সেতুতে মোটরসাইকেল চালুর চিন্তা নেই: কাদের
অনলাইন ডেস্ক

আপাতত পদ্মা সেতুতে মোটরসাইকেল চালুর চিন্তা নেই: কাদের

পদ্মা সেতুতে মোটরসাইকেল চলাচলের অনুমতি দেওয়ার বিষয়ে আপাতত কোনো চিন্তাভাবনা নেই বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

সোমবার (৬ মার্চ) সচিবালয়ে মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে এক প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, আপাতত নেই (চলাচলের অনুমতির চিন্তাভাবনা)। এখনতো শান্তিতেই আছে পদ্মা সেতু।

গত বছরের ২৭ জুন পদ্মা সেতুতে মোটরসাইকেল চলাচল নিষিদ্ধ ঘোষণা করে সরকার। এ বিষয়ে ২৬ জুন রাতে তথ্য অধিদপ্তরের এক তথ্য বিবরণীতে বলা হয়, পুনরাদেশ না দেওয়া পর্যন্ত পদ্মা সেতুতে মোটরসাইকেল চলাচল বন্ধ থাকবে।

এদিকে ঢাকা ও অন্যান্য শহরে মোটরসাইকেলের সর্বোচ্চ গতিসীমা ৩০ কিলোমিটার বেঁধে দেওয়ার প্রস্তাব বিষয়ে মন্ত্রী বলেন, সেটি এখনো চূড়ান্ত নয়। এটি এখনো আমার টেবিলে আসেনি। নীতিমালা একটা ড্রাফট করলেই যে সেটি ফাইনাল, সেটা মনে করার কোনো কারণ নেই। আমার টেবিলে আসেনি, আমি এটি দেখবো।

সড়ক পরিবহনমন্ত্রী বলেন, আমরা জনগণের সঙ্গে আছি। জনগণের মনের ভাষা, চোখের ভাষা আমরা বুঝি।

দৈনিক চাঁদনী বাজার / সাজ্জাদ হোসাইন