কাতারের নতুন প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ | Daily Chandni Bazar কাতারের নতুন প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ৮ মার্চ, ২০২৩ ০৯:৫৭
কাতারের নতুন প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ
অনলাইন ডেস্ক

কাতারের নতুন প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ

কাতারের নতুন প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন শেখ মোহাম্মদ বিন আব্দুল রহমান আল থানি। মঙ্গলবার (৭ মার্চ) আমিরই দেওয়ানে এই শপথ নেন। প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ দিয়েছেন দেশটির আমির শেখ তামিম বিন হামাদ আল থানি। খবর কাতার নিউজ এজেন্সির।

এর আগে একইদিন প্রধানমন্ত্রী শেখ খালিদ বিন খলিফা বিন আবদেল আজিজ আল থানি পদত্যাগ করেন। ২০২০ সালের জানুয়ারিতে আমিরি দিওয়ানের প্রধান হলে শেখ খালিদ প্রধানমন্ত্রী হিসেবে নিযুক্ত হন।

আমিরের কার্যালয় শেখ খলিফা বিন হামাদ বিন খলিফা আল থানিকে স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে নিয়োগের ঘোষণা দিয়েছে।

যুক্তরাষ্ট্রে পড়াশোনা করা শেখ মোহাম্মদ বিন আব্দুল রহমান আল থানি ২০১৬ সালে দেশের পররাষ্ট্রমন্ত্রী হন। তার পরের বছরই জঙ্গিবাদে অর্থায়নের অভিযোগ তুলে কাতারের বিরুদ্ধে নিষেধাজ্ঞা জারি করে সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন ও মিশর।

প্রতিবেশী এসব দেশের নিষেধাজ্ঞার জেরে ভোগান্তিতে পড়েছিল উপসাগরীয় দেশ কাতার। ২০২১ সালে সেই নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নেয় সৌদি আরব ও বাকি তিন দেশ। এই নিষেধাজ্ঞা প্রত্যাহারে তৎকালীন পররাষ্ট্রমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আব্দুল রহমান আল থানির ব্যাপক ভূমিকা ছিল বলে মনে করা হয়।

দৈনিক চাঁদনী বাজার / সাজ্জাদ হোসাইন