ঐতিহাসিক ৭ই মার্চ উপলক্ষে জয়পুরহাটে আলোচনা সভা | Daily Chandni Bazar ঐতিহাসিক ৭ই মার্চ উপলক্ষে জয়পুরহাটে আলোচনা সভা | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ৮ মার্চ, ২০২৩ ১০:২৬
ঐতিহাসিক ৭ই মার্চ উপলক্ষে জয়পুরহাটে আলোচনা সভা
জয়পুরহাট ব্যুরো:

ঐতিহাসিক ৭ই মার্চ উপলক্ষে জয়পুরহাটে আলোচনা সভা

ঐতিহাসিক ৭ই মার্চ উপলক্ষে জয়পুরহাটে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে জেলা আওয়ামীলীগের আয়োজনে জেলা শিল্পকলা একাডেমির হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় জেলা আওয়ামীলীগের সভাপতি আরিফুর রহমান রকেট এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জাতীয় সংসদের হুইপ, বাংলাদেশ আওয়ামীলীগের সাংগঠনেক সম্পাদক আবু সাঈদ আল মাহমুদ স্বপন এমপি। বক্তব্য রাখেন, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক জাকির হোসেন মন্ডল,  সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের সহ সভাপতি এস এম সোলায়মান আলী, এড. মোমিন আহমেদ চৌধুরী চৌধুরী জিপি, গোলাম হক্কানী, জাহিদুল আলম বেনু, সাংগঠনিক সম্পাদক অধ্যাপক সুমন কুমার সাহা সহ জেলা, উপজেলা ও পৌর আওয়ামীলীগ সহ সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যাওয়ে নেতৃবৃন্দ। এসময় বক্তরা জাতির বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর ঐতিহাসিক ৭ই মার্চ এর ভাষন এর গুরুত্ব ও তাৎপর্য নিয়ে আলোচনা করেন।

দৈনিক চাঁদনী বাজার / সাজ্জাদ হোসাইন