ব্যবসায়ীকে হত্যার দায়ে একজনের মৃত্যুদণ্ড, দু'জনের যাবজ্জীবন | Daily Chandni Bazar ব্যবসায়ীকে হত্যার দায়ে একজনের মৃত্যুদণ্ড, দু'জনের যাবজ্জীবন | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ৮ মার্চ, ২০২৩ ১০:২৯
ব্যবসায়ীকে হত্যার দায়ে একজনের মৃত্যুদণ্ড, দু'জনের যাবজ্জীবন
ষ্টাফ রিপোর্টার

ব্যবসায়ীকে হত্যার দায়ে একজনের
মৃত্যুদণ্ড, দু'জনের যাবজ্জীবন

বগুড়ার শেরপুরে আনিছুর রহমান নামে এক কীটনাশক ব্যবসায়ীকে কুপিয়ে হত্যার দায়ে একজনের মৃত্যুদণ্ড ও দুজনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। মঙ্গলবার দুপুরে বগুড়ার অতিরিক্ত দায়রা জজ হাবিবা মণ্ডল এই রায় দেন।

মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি হলেন শেরপুরের চণ্ডেশ্বর গ্রামের তছলিম উদ্দিন তছু। আর যাবজ্জীবন পাওয়া দুজন হলেন চণ্ডেশ্বর গ্রামে ফারুক ও টুনিপাড়া গ্রামের আব্দুল আলিম।
নিহত আনিছুর রহমান চণ্ডেশ্বর গ্রামের মৃত রইচ উদ্দিনের ছেলে ছিলেন। ২০১৭ সালের ১২ জুন বেলা ১২টার দিকে নিজ দোকানের ভিতরে চাকু দিয়ে কুপিয়ে ও স্ট্যাম্প দিয়ে পিটিয়ে আনিছুরকে আহত করা হয়। পরে ঢাকায় নেয়ার পথে তিনি মারা যান। ওই দিনেই নিহতের মা আনোয়ারা বেওয়া বাদী হয়ে থানায় মামলা করেন।

এসব তথ্য নিশ্চিত করেন রাষ্ট্রপক্ষের আইনজীবী এপিপি নাছিমুল করিম হলি।

তিনি জানান, আসামীদের সঙ্গে আনিছুরের দীর্ঘদিনের পারিবারিক শত্রুতা ছিল। এর ধারাবাহিকতায় ধানের জমিতে হাঁস যাওয়াকে কেন্দ্র করে গণ্ডগোল বাঁধে। সেটি নিয়ে বিচার-সালিশও বসে। কিন্তু মিমাংসা হয়নি। এরই জের ধরে আনিছুরকে কুপিয়ে হত্যা করে আসামিরা। এ ঘটনায় আসামিরা গ্রেপ্তারের পর ১৬৪ ধারায় জবানবন্দিও দিয়েছে। পরবর্তীতে ২০২২ সালের ৩১ জুলাই চার্জশিট দেয় পুলিশ। 

এরপরে দীর্ঘশুনানি শেষে আসামি তছলিমকে মৃত্যুদণ্ড দেন বিচারক। আর ফারুক ও আব্দুল আলীমকে যাবজ্জীবন সাজা দেয়া হয়। একই সঙ্গে প্রত্যেককে ২০ হাজার টাকা করে জরিমানাও করে বিচারক।

এপিপি নাছিমুল করিম হলি বলেন, রায় ঘোষণার সময় তিন আসামি উপস্থিত ছিলেন। তাদের কারাগারে পাঠানো হয়েছে।

দৈনিক চাঁদনী বাজার / সাজ্জাদ হোসাইন