ধুনট ইউএনও সঞ্জয় মহন্তের বদলী, নতুন আসছেন জানে আলম | Daily Chandni Bazar ধুনট ইউএনও সঞ্জয় মহন্তের বদলী, নতুন আসছেন জানে আলম | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ৮ মার্চ, ২০২৩ ২৩:৫৪
ধুনট ইউএনও সঞ্জয় মহন্তের বদলী, নতুন আসছেন জানে আলম
ধুনট (বগুড়া) প্রতিনিধি:

ধুনট ইউএনও সঞ্জয় মহন্তের বদলী, 
নতুন আসছেন জানে আলম

বগুড়ার ধুনট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পদে পদায়ন করা হয়েছে। এতে ধুনট উপজেলা নির্বাহী কর্মকর্র্তা (ইউএনও) সঞ্জয় কুমার মহন্তকে রাজশাহী জেলার গোদাগাড়ি উপজেলায় এবং গোদাগাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জানে আলমকে ধুনট উপজেলায় পদায়ন করা হয়। ইউএনও জানে আলম পাবনা জেলার বাসিন্দা।   

মঙ্গলবার (৭মার্চ) গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের রাজশাহী বিভাগীয় কার্যালয়ের মাঠ প্রশাসন শাখার সিনিয়র সহকারী কমিশনার (অতিঃ দায়িত্ব) মহিদুল হক স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এতথ্য জানানো হয়েছে।

জানাগেছে, নওগাঁ জেলার বাসিন্দা সঞ্জয় কুমার মহন্ত গত আড়াই বছর আগে ধুনট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পদে যোগদান করেন। তিনি যোগদানের পর থেকেই ধুনট উপজেলার আইন শৃঙ্খলা, সামাজিক নিরাপত্তা, স্বাস্থ্য, শিক্ষা ও কৃষি সহ সার্বিক উন্নয়নে ব্যাপক ভূমিকা রাখেন।

এবিষয়ে ধুনট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সঞ্জয় কুমার মহন্ত বলেন, আমাদের চাকরি বদলীর হলেও চেষ্টা করেছি, এই উপজেলার মানুষদের আপন করে নিতে। সফলতা ও ব্যর্থতা মানুষের থাকে। তারপরও এই উপজেলার উন্নয়নে নিরলসভাবে কাজ করার চেষ্টা করেছি। 

দৈনিক চাঁদনী বাজার / সাজ্জাদ হোসাইন