মানুষের জন্য রাজনীতি এখন বাংলাদেশে নেই বলে উল্লেখ করেছেন একুশে পদক প্রাপ্ত কবি ও সাংবাদিক আবুল মোমেন।
তিনি বলেন, মানুষ দুর্ভোগে আছে কিন্তু সরকার ক্ষমতা ধরে রাখার কৌশল নিয়ে ব্যস্ত। এটা একপ্রকার রাজনৈতিক দেউলিয়াত্ব। এ জায়গায় যে রাজনৈতিক শূন্যতা তৈরি হয়েছে সেটা পূরণ করতে পারে এদেশের বামপন্থি রাজনৈতিক দলগুলো।
শুক্রবার চট্টগ্রাম একাডেমি মিলনায়তনে এক আলোচনা সভায় এসব কথা বলেন তিনি। বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) চট্টগ্রাম জেলার কোতোয়ালী থানা কমিটির আয়োজনে এই আলোচনা সভা হয়।
সভার শুরুতে একটি প্রবন্ধ পাঠ করেন সিপিবি কোতোয়ালী থানা কমিটির সদস্য প্রকৌশলী রথীন সেন। আলোচনা করেন সিপিবি কেন্দ্রীয় কমিটির সদস্য শ্রমিক নেতা মৃণাল চৌধুরী, সিপিবি চট্টগ্রাম জেলার সভাপতি অশোক সাহা, বীর মুক্তিযোদ্ধা ডা. মাহফুজুর রহমান প্রমুখ।
সভায় বক্তারা বলেন, মুক্তিযুদ্ধের ৫০ বছরে বাংলাদেশ মুক্তিযুদ্ধের আকাঙ্ক্ষার একটি সূচকও আমরা অর্জন করতে পারি নাই। দুটি দল প্রতিযোগিতা করে বাংলাদেশকে মুক্তিযুদ্ধের চেতনার উল্টো পথে নিয়ে যাচ্ছে। দুটি দলেরই প্রধান লক্ষ্য যে কোনোভাবে ক্ষমতায় যাওয়া এবং যে কোনোভাবে ক্ষমতায় টিকে থাকা। মানুষের মুক্তির জন্য এদেশে প্রয়োজন মুক্তিযুদ্ধের চেতনায় একটি বিকল্প রাজনৈতিক শক্তির উত্থান।
দৈনিক চাঁদনী বাজার / সাজ্জাদ হোসাইন