
বগুড়ার গাবতলীতে মামুনী (৩৬) নামের এক গৃহিনীকে ছুড়িকাঘাত করা হয়েছে। ঘটনাটি ঘটেছে উপজেলার দূর্গাহাটা ইউনিয়নের লালখাপাড়া গ্রামে।
জানা গেছে, উপজেলার দূর্গাহাটা ইউনিয়নের লালখাপাড়া গ্রামের জামে মসজিদের উন্নয়নকল্পে গত ১১মার্চ রাতে স্থানীয় মাঠে ইসলামী জালসা চলছিল। ওই ইসলামী জালসা উপলক্ষে স্থানীয় স্কুল মাঠে বিভিন্ন রকমের দোকান-পাট বসে।
রাত অনুমান সাড়ে ৮টার সময় ওই গ্রামের মামুন মিয়া (৩৮) তার স্ত্রী-সন্তানকে নিয়ে স্কুল মাঠে বসানো দোকানে কেনাকাটা করতে যায়। এরই একপর্যায়ে একই গ্রামের জনৈক সিদ্দিকের ছেলে সোহেল (২০) ওই স্থানে বিশৃংখলা সৃষ্টি করলে মামুনের সঙ্গে তর্কবির্তক হয়। পরবর্তীতে সোহেল ওই যুবক ক্ষিপ্ত হয়ে তার দলবল নিয়ে দেশীয় অন্ত্রে¿ সজ্জিত হয়ে মামুনের উপর হামলা করে। এ সময় হামলার শিকার মামুন তার বড় বোন ও ওই গ্রামের কলম মিয়ার স্ত্রী মামুনি বেগমের ভাজি-পুরির দোকানে অবস্থান নিলে ওখানেও তার উপর হামলা করা হয়। এতে মামুনি বেগম বাঁধা দিলে সোহেল ক্ষিপ্ত হয়ে মামুনির পেটের পাজরে ছুড়িকাঘাত করে। পরে তাৎক্ষনিকভাবে স্থানীয়রা আহত মামুনিকে উদ্ধার করে বগুড়া শজিমেক হাসপাতালে ভর্তি করেছে। এছাড়াও ওই যুবকরা মামুনের চাচা লোকমান ফকিরকেও মারপিট করে আহত করেছে বলে অভিযোগ করেছেন ভূক্তভোগীরা। এরিপোর্ট লেখা পর্যন্ত থানায় মামলার প্রস্তুতি চলছিল। এ ব্যাপারে থানার ওসি সনাতন চন্দ্র সরকার বলেন, বিষয়টি শুনেছি। অভিযোগ পেলে তদন্তপূর্বক আইনগত নেয়া হবে।
দৈনিক চাঁদনী বাজার / সাজ্জাদ হোসাইন