নন্দীগ্রামের কোশাষ স্কুলের নতুন ভবন উদ্বোধন করলেন এমপি তানসেন | Daily Chandni Bazar নন্দীগ্রামের কোশাষ স্কুলের নতুন ভবন উদ্বোধন করলেন এমপি তানসেন | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ১৩ মার্চ, ২০২৩ ০২:২৭
নন্দীগ্রামের কোশাষ স্কুলের নতুন ভবন উদ্বোধন করলেন এমপি তানসেন
অনলাইন ডেস্ক

নন্দীগ্রামের কোশাষ স্কুলের নতুন ভবন উদ্বোধন করলেন এমপি তানসেন

বগুড়ার নন্দীগ্রামে জয় বাংলা স্লোগানে, ফুলেল সংবর্ধনা ও শুভেচ্ছায় বাংলাদেশ আওয়ামী লীগ নেতৃত্বাধিন ১৪ দলের নেতা একেএম রেজাউল করিম তানসেন এমপিকে বরণ করেছে শতশত জনসাধারণ। উপ-নির্বাচনে নির্বাচিত সংসদ সদস্য নিজ দলের নেতাকর্মীদের বহর নিয়ে উপজেলার ভাটরা ইউনিয়নের কোশাষ বহুমূখি উচ্চ বিদ্যালয়ের নবনির্মিত চারতলা একাডেমিক ভবন উদ্বোধন করতে গেলে শতশত নারী-পুরুষ ও বিদ্যালয়ে শিক্ষার্থীরা তাকে বরণ করতে রাস্তার দু-ধারে জড়ো হয়। গতকাল রোববার বিকেলে কোশাষ বিদ্যালয়ে নামফলক উন্মোচনের মধ্যদিয়ে নবনির্মিত ভবন উদ্বোধন করেন তানসেন এমপি। এরআগে দুপুরে তিনি পন্ডিতপুকুর বাজারে জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ) ভাটরা ইউনিয়ন শাখার অফিস উদ্বোধন করেন। কোশাষ বিদ্যালয় চত্বরে বার্ষিক ক্রীড়া, সাংস্কৃতিক ও নৃত্যানুষ্ঠান প্রতিযোগিতার উদ্বোধন করেন ভাটরা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান মোরশেদুল বারী। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন রেজাউল করিম তানসেন এমপি, বিশেষ অতিথি ছিলেন নন্দীগ্রাম পৌর আওয়ামী লীগের সভাপতি মুক্তার হোসেন বকুল। কোশাষ উচ্চ বিদ্যালয়ের সভাপতি সামীম হোসেনের সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. শাহাদত হোসেন, কুমিড়া পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মুস্তাফিজুর রহমান, বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আব্দুল খালেক প্রমুখ। 

দৈনিক চাঁদনী বাজার / সাজ্জাদ হোসাইন