বগুড়ায় কুঁড়ি’র বর্ষপূর্তি উৎসব অনুষ্ঠিত | Daily Chandni Bazar বগুড়ায় কুঁড়ি’র বর্ষপূর্তি উৎসব অনুষ্ঠিত | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ১৩ মার্চ, ২০২৩ ০২:৪৮
বগুড়ায় কুঁড়ি’র বর্ষপূর্তি উৎসব অনুষ্ঠিত
অনলাইন ডেস্ক

বগুড়ায় কুঁড়ি’র বর্ষপূর্তি উৎসব অনুষ্ঠিত

শিশু-কিশোরদের সাহিত্য চর্চায় আগ্রহী করে গড়ে তোলার লক্ষ্যে প্রকাশিত শিশু-কিশোর সাহিত্য পত্রিকা মাসিক কুঁড়ি’র ৬ষ্ঠ বর্ষপূর্তি উপলক্ষে আজ দিনব্যাপী কুঁড়ি উৎসব বগুড়া জেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়। সকাল ৯টায় বেলুন উড়িয়ে উৎসবের উদ্বোধন করেন প্রধান অতিথি জাতীয় সংসদ সদস্য রাগেবুল আহসান রিপু ও উদ্বোধক বিশিষ্ট ছড়াকার আখতার হুসেন। এরপর একটি বর্ণাঢ্য শোভাযাত্রা শহর প্রদক্ষিণ করে জেলা পরিষদ মিলনায়তনে এসে শেষ হয়। অতপর কবি খৈয়াম কাদেরের সভাপতিত্বে উদ্বোধনী আলোচনায় প্রধান অতিথির বলেন কুঁড়ি’র আজকের এই উৎসবের মধ্যে দিয়ে শিশুদের সাহিত্য চর্চার এক নতুন অধ্যায়ের সূচনা হলো। এ উৎসবের মাধ্যমে বগুড়াসহ সারাদেশে শিশু-কিশোরদের মধ্যে সাহিত্য চর্চার উদ্দীপনা ছড়িয়ে পড়বে। আজকের এই কমলমতি শিশুরা আগামীতে বাংলা সাহিত্যে কবি সাহিত্যিক হিসেবে গড়ে উঠবে। তিনি কুঁড়ি সাহিত্য পত্রিকার দেশ ছেড়ে বিদেশের মাটিতেও প্রসার ঘটুক এ আশাবাদ ব্যক্ত করেন। উৎসবের উদ্বোধকের বক্তব্য রাখেন বিশিষ্ট ছড়াকার আখতার হুসেন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ আশরাফুল মমিন খান, কবি বজলুল করিম বাহার, কবি ও সম্পাদক রমজান মাহমুদ, কবি শোয়েব শাহরিয়ার ও ছড়াকার বিলু কবির। এর আগে স্বাগত বক্তব্য রাখেন কুঁড়ি’র সভাপিত মোমেনুর ইসলাম বিদ্যুৎ। শুভেচ্ছা বক্তব্য রাখেন কবি মুহম্মদ শহীদুল্লাহ্ ও লাইট হাউজের নির্বাহী পরিচালক হারুন অর-রশিদ। এরপর নবীন-প্রবীন কবিদের স্বরচিত ছড়াপাঠ এবং শিশু-সাহিত্য চর্চায় ছোটদের সাহিত্য সাময়িকীর গুরুত্ব এবং শিশু-সাহিত্য প্রসারে শিশু সংগঠনের প্রয়োজনীয়তা বিষয়ক আলোচনা করেন ঔপন্যাসিক কাজী রাফী, দৈনিক করতোয়ার বার্তা সম্পাদক প্রদীপ ভট্টাচার্য শংকর, কবি বিধান চন্দ্র রায়, কুঁড়ির উপদেষ্টা সম্পাদক জিএম সাকলায়েন বিটুল ও কবি সেলিম রেজা কাজল।

উৎসবের সমাপনীপর্বে কুঁড়ি’র উপদেষ্টা সম্পাদক কবি শেখ ফিরোজ আহমদের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন শিশুসাহিত্যিক রফিকুর রশিদ, কবি ও সম্পাদক রমজান মাহমুদ, সুরজিৎ কুমার সাহা ও তৌফিকুল আলম টিপু।
আলোচনা শেষে বিশিষ্ট ছড়াকার আখতার হুসেন ও কবি ও সম্পাদক রমজান মাহমুদকে কুঁড়ি সম্মাননা এবং বর্ষসেরা ক্ষুদে লিখিয়ে গল্পকার ফারদিন শাম্স তিমির, ক্ষুদে ছড়াকার আবু মুতা আলী উলফাত ও ক্ষুদে প্রচ্ছদ শিল্পী আফিয়া মারইয়ামকে পুরস্কার এবং এ বছরে কুঁড়ি’র সকল ক্ষুদে লিখিয়েকে শুভেচ্ছা পুরস্কার প্রদান করা হয়। সবশেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন কুঁড়ি সম্পাদক আব্দুল খালেক এবং সার্বিক সহযোগিতায় ছিলেন কুঁড়ির সহসভাপতি শামীম সরকার এবং কুঁড়ির সদস্য সালমা হোসেন ছবি, আবেদা আশরাফ, আতিকুর রহমান তুষার, উম্মে হাবিবা, জাকি উল হক জীবন, আফসানা সিমি, বাবলী, এসএম আসাদ ও সালমান।

দৈনিক চাঁদনী বাজার / সাজ্জাদ হোসাইন