যে ফরম্যাটেই হোক, ইংল্যান্ডের বিপক্ষে এতকাল সিরিজজয় অধরা ছিল। এবার সেই অধরা কৃতিত্বও ধরা দিলো। আজ রোববার শেরে বাংলায় বিশ্বচ্যাম্পিয়ন ইংলিশদের ৪ উইকেটে হারিয়ে এক ম্যাচ বাকি থাকতেই টি-টোয়েন্টি সিরিজ নিজেদের করে নিয়েছে সাকিবের দল।
এ সাফল্যের অনুভূতি কেমন? রোববার টাইগারদের জয়ের রূপকার মেহেদি হাসান মিরাজ এ প্রশ্নের মুখোমুখি হয়ে সোজা বলে দিয়েছেন, ‘এখন আমরা বলতে পারবো, সব দলকে হারিয়েছি ও সিরিজ জিতেছি সব দলের সঙ্গে।’
উচ্ছ্বসিত মিরাজ যোগ করেন, ‘হ্যাঁ। সত্যি প্রতিটা দলের সঙ্গে আমরা সিরিজ জিতেছি, শুধু একটা মাত্র দল ছিল, যাদের আমরা ধরতে পারিনি। সিরিজ জিততে পারিনি। আজকে সেই ইংলিশদের সাথে টি-টোয়েন্টি হয়তো আমরা জিতেছি, খুবই ভালো লেগেছে।’
ইংল্যান্ড বিশ্বচ্যাম্পিয়ন। তাদের সিরিজ হারানোর অনুভূতিটা কি অন্য দলগুলোর থেকে আলাদা? বাংলাদেশ অলরাউন্ডার প্রতিটি জয়কেই আনন্দের বললেন।
মিরাজ বলেন, ‘অবশ্যই প্রতিটি দেশের সঙ্গে জিতলে অনেক ভালো লাগে। নির্দিষ্ট করে বলতে পারবো না যে নিউজিল্যান্ড বা অস্ট্রেলিয়াকে হারালে ভালো লাগে। অবশ্যই প্রতিটি দলকে হারালেই আমাদের ফিলিংস একইরকম থাকে। কারণ দিনশেষে, জিতছে কে? বাংলাদেশ। আমরা সবাই জিতেছি, এটা কিন্তু একটা আনন্দের বিষয়। আজকে দেখেন সবাই কিন্তু অনেক খুশি। আপনারা যারা আছেন খুশি, আমরা খুশি, ম্যানেজম্যান্ট খুশি, সারা বাংলাদেশের মানুষ- সবাই খুশি।’
‘আমরা যদি জিতি, বাংলাদেশই জেতে। অস্ট্রেলিয়ার সঙ্গে জিতলেও বাংলাদেশ জিতে, নিউজিল্যান্ডের সঙ্গে জিতলেও বাংলাদেশই। অবশ্যই বড় দলের সঙ্গে হলে আরও ভালো লাগে’-কণ্ঠে উচ্ছ্বাস ঠিকরে পড়ছিল মিরাজের।
দৈনিক চাঁদনী বাজার / সাজ্জাদ হোসাইন