ক্যালিফোর্নিয়ায় নৌকাডুবে মৃত্যু ৮ | Daily Chandni Bazar ক্যালিফোর্নিয়ায় নৌকাডুবে মৃত্যু ৮ | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ১৩ মার্চ, ২০২৩ ১৬:৩৬
ক্যালিফোর্নিয়ায় নৌকাডুবে মৃত্যু ৮
অনলাইন ডেস্ক

ক্যালিফোর্নিয়ায় নৌকাডুবে মৃত্যু ৮

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের সান দিয়েগোতে দুইটি মাছ ধরার নৌকা ডুবে যাওয়ার ঘটনা ঘটেছে। এতে অন্তত আটজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। খবর এনবিসি নিউজের।

কর্তৃপক্ষ জানিয়েছে, এ ঘটনায় আরও সাতজন নিখোঁজ রয়েছে। তাদের সন্ধানে তৎপরতা অব্যাহত রয়েছে।

কোস্টগার্ডের এক কর্মকর্তা বলেন, উদ্ধারকারী দল আটজনের মরদেহ পানি থেকে উদ্ধার করেছে। তবে বৈরী আবহাওয়ার কারণে অন্য ভুক্তভোগীদের সন্ধান কার্যক্রম ব্যাহত হচ্ছে।

তবে নৌকাডুবির ঘটনায় প্রাণ হারানো ব্যক্তিরা কোন দেশের নাগরিক তা এখনো জানা যায়নি। এদিকে নৌকা দুটি কী কারণে ডুবেছে তাও জানা যায়নি। তবে লাইফগার্ড প্রধান গার্টল্যান্ড যেখানে নৌকাডুবির ঘটনা ঘটেছে সেই এলাকাকে বিপজ্জনক বলে বর্ণনা করেন। এর কারণ হিসেবে উল্টো স্রোতের কথা বলেন তিনি।

এদিকে ভূমধ্যসাগরে নৌকাডুবির ঘটনায় ১৭ জনকে উদ্ধার করা হয়েছে। তবে এখনো নিখোঁজ রয়েছে ৩০ জন। নৌকাটি লিবিয়া থেকে ছেড়ে এসেছিল। খারাপ আবহাওয়ার কারণে সেটি ডুবে যায়। ইতালির কোস্টগার্ড এ তথ্য জানিয়েছে।

এক বিবৃতিতে কোস্টগার্ড জানিয়েছে, বাণিজ্যিক দুইটি জাহাজ ও ইউরোপীয় ইউনিয়নের সীমান্ত বাহিনী ফ্রনটেক্স আকাশ পথে উদ্ধার কার্যক্রম চালাচ্ছে।

বেশ কিছু সূত্রের বরাত দিয়ে মেডিটেরানিয়া সেভিং হিউম্যানস চ্যারিটি টুইট বার্তায় জানায়, ইতালির দিকে যাত্রা করা নৌকাটি বেনগাজির প্রায় ১৭৭ কিলোমিটার উত্তর-পশ্চিমে ডুবে যায়।

দৈনিক চাঁদনী বাজার / সাজ্জাদ হোসাইন