ক্রেস্ট সিকিউরিটিজ এমডির বিরুদ্ধে দুদকের মামলা | Daily Chandni Bazar ক্রেস্ট সিকিউরিটিজ এমডির বিরুদ্ধে দুদকের মামলা | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ১৩ মার্চ, ২০২৩ ১৭:৪৮
ক্রেস্ট সিকিউরিটিজ এমডির বিরুদ্ধে দুদকের মামলা
অনলাইন ডেস্ক

ক্রেস্ট সিকিউরিটিজ এমডির বিরুদ্ধে দুদকের মামলা

বিনিয়োগকারীদের শেয়ার বিক্রির অর্থ আত্মসাতের অভিযোগে ক্রেস্ট সিকিউরিটিজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মো. শহিদুল্লাহর বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

সোমবার (১৩ মার্চ) দুদকের প্রধান কার্যালয়ের উপ-পরিচালক মো. রফিকুজ্জামান বাদী হয়ে সংস্থাটির সমন্বিত কার্যালয় ঢাকা-১ এ মামলাটি করেন।

মামলার এজাহার সূত্রে জানা যায়, বিনিয়োগকারীদের অর্থ আত্মসাতের অভিযোগে ক্রেস্ট সিকিউরিটিজ লিমিটেড এবং এর পরিচালনা পর্ষদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে পল্টন মডেল থানায় একটি অভিযোগ করে ঢাকা স্টক এক্সচেঞ্জ। সেই অভিযোগের অপরাধ দুর্নীতি দমন কমিশনের তফসিলভুক্ত হওয়ায়, এজাহার হিসেবে গ্রহণ না করে জিডিভুক্ত করে কমিশন বরাবর পাঠায় পল্টন থানা।

এরপর দুদক প্রধান কার্যালয়ের উপ-পরিচালক মো. রফিকুজ্জামান ও উপ-পরিচালক মো. তানজির হাসিব সরকারের সমন্বয়ে গঠিত একটি টিম অভিযোগ তদন্তে কাজ শুরু করে।

তদন্তে ক্রেস্ট সিকিউরিটিজ লিমিটেডের এমডির বিরুদ্ধে বিনিয়োগকারীদের অনুমতি ছাড়া শেয়ার বিক্রির অর্থ তসরুপ এবং কোম্পানির হিসেবে বিনিয়োগকারীদের পাওনায় ঘাটতি রেখে ৬৫ কোটি ৩৩ লাখ ৩৭ হাজার ৪৭৪ টাকা আত্মসাতের প্রমাণ পায় দুদক।

অনুসন্ধানে দুদক জানতে পারে, সিকিউরিটিজ আইন-কানুন লঙ্ঘন করে ট্রেড মেশিনে ডুপ্লিকেট ব্যাক অফিস সফটওয়্যার ব্যবহারের মাধ্যমে সেটেলমেন্ট ডিফল্টের দ্বারা অবৈধভাবে গ্রাহকদের শেয়ার বিক্রি এবং হিসাব হতে টাকা আত্মসাৎ করেন মো. শহিদুল্লাহ।

অভিযুক্ত শহিদুল্লাহ ক্রেস্ট সিকিউরিটিজ লিমিটেডের মাধ্যমে ঢাকা স্টক এক্সচেঞ্জের মার্চেন্ট এবং ব্রোকার হিসেবে ব্যবসা করে আসছিলেন। ক্রেস্ট সিকিউরিটিজ লিমিটেডের শেয়ার ক্রয়-বিক্রয় সংক্রান্ত হিসাব তিনি এককভাবে পরিচালনা করতেন।

দৈনিক চাঁদনী বাজার / সাজ্জাদ হোসাইন