
বগুড়ার ধুনটে মায়ের কাছে পকেট খরচের টাকা না পেয়ে অভিমানে সামিউল ইসলাম (১৭) নামে এক কিশোর বিষাক্ত কীটনাশক সেবন করে আত্মহত্যা করেছে। সোমবার সকাল ১১টার দিকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ওই কিশোরের মৃত্যু হয়।
নিহত সামিউল ইসলাম ধুনট উপজেলার চিকাশী ইউনিয়নের বড়িয়া গ্রামের কৃষক ইমরুল প্রামানিকের ছেলে।
থানা পুলিশ ও স্থানীয়সূত্রে জানাযায়, সামিউল ইসলাম তার বাবার সঙ্গে কৃষি শ্রমিকের কাজ করতো। সোমবার সকাল সাড়ে ৬টার দিকে সামিউল ইসলাম তার মায়ের কাছে পকেট খরচের জন্য কিছু টাকা চায়। কিন্তু সংসারের অভাব অনটনের কারনে ছেলেকে টাকা দিতে ব্যর্থ হয় মা। এতে মায়ের উপর অভিমান ও ক্ষোভে ঘরের মধ্যে থাকা জমিতে দেওয়ার বিষাক্ত কীটনাশক সেবন করে ছটফট করতে থাকে সামিউল।
পরে স্বজনেরা তাকে উদ্ধার করে ধুনট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় সোমবার সকাল ১১টার দিকে সে মারা যায়।
এবিষয়ে ধুনট থানার অফিসার ইনচার্জ (ওসি) রবিউল ইসলাম বলেন, সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং থানায় একটি ইউডি মামলা দায়ের করেছে।
দৈনিক চাঁদনী বাজার / সাজ্জাদ হোসাইন