ধুনটে অনলাইনে জুয়া খেলে নিঃস্ব ভ্যান চালকের আত্মহত্যা | Daily Chandni Bazar ধুনটে অনলাইনে জুয়া খেলে নিঃস্ব ভ্যান চালকের আত্মহত্যা | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ১৩ মার্চ, ২০২৩ ২২:৩৩
ধুনটে অনলাইনে জুয়া খেলে নিঃস্ব ভ্যান চালকের আত্মহত্যা
ধুনট (বগুড়া) প্রতিনিধি:

ধুনটে অনলাইনে জুয়া খেলে নিঃস্ব
ভ্যান চালকের আত্মহত্যা

বগুড়ার ধুনটে মোবাইলের মাধ্যমে অনলাইনে জুয়া খেলে ঋণগ্রস্থ ও নিঃস্ব হয়ে যাওয়ায়  আব্দুল মুন্নাত মিয়া (২৬) নামে এক ভ্যান চালক গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেছে। রবিবার রাত ৯টার দিকে গোসাইবাড়ী ইউনিয়নের পশ্চিম গুয়াডহুরি গ্রামে এই ঘটনা ঘটে। নিহত আব্দুল মুন্নাত মিয়া ওই গ্রামের মৃত আব্দুল হামিদের ছেলে।

থানা পুলিশ ও স্থানীয়সূত্রে জানাযায়, আব্দুল মুন্নাত মিয়া অটোভ্যান চালিয়ে জীবিকা নির্র্বাহ করতো। কিন্তু সে সম্প্রতি মোবাইলের মাধ্যমে অনলাইনে জুয়া খেলে নিঃস্ব হয়ে যায়। সংসারের অভাব অনটন ও ঋণের বোঝা নিয়ে আব্দুল মুন্নাত মিয়া ও তার স্ত্রীর মধ্যেই পারিবারিক কলহ চলে আসছিল। এরই জের ধরে স্ত্রীর সঙ্গে ঝগড়া হওয়ায় রবিবার রাত ৯টার দিকে বাড়িতে কেউ না থাকার সুবাদে স্ত্রীর উপর অভিমান করে আব্দুল মুন্নাত মিয়া তার শয়ন ঘরে গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করে।

এবিষয়ে ধুনট থানার এসআই রুহুল আমিন খান জানান, অনলাইনে জুয়া খেলার কারনে তাদের সংসারে অভাব-অনটন শুরু হয়। একারনে স্বামী-স্ত্রীর মধ্যে পারিবারিক কলহ চলে আসছিল। 

দৈনিক চাঁদনী বাজার / সাজ্জাদ হোসাইন