
বগুড়া গাবতলীর নেপালতলী ইউনিয়নে কদমতলী উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান স্কুলমাঠে গতকাল সোমবার অনুষ্ঠিত হয়। উপজেলা আ’লীগের সভাপতি ও অত্র বিদ্যালয়ের সভাপতি আব্দুর রাজ্জাক মিলুর সভাপতিত্বে এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন বগুড়া সদর-৬ আসনের সংসদ সদস্য রাগেবুল আহসান রিপু। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক এ.আই ফয়সাল খান জনি ও উপজেলা ভাইস চেয়ারম্যান আমিনুল ইসলাম মুক্তা। স্বাগত বক্তব্য রাখেন কদমতলী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মমিরুল ইসলাম। ব্যাংক কর্মকর্তা ফারুক মাহমুদের পরিচালনায় আরো বক্তব্য রাখেন নেপালতলী ইউপির সাবেক চেয়ারম্যান লতিফুল বারী মিন্টু। এ সময় উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা আনোয়ারুল ইসলাম রন্টু, নেপালতলী ইউনিয়ন আ’লীগের সাধারণ সম্পাদক আব্দুল করিম, সাবেক সাধারণ সম্পাদক ছলেমান আলী, পৌর আ’লীগের সাংগঠনিক সম্পাদক ফেরদৌস রহমান গামাসহ স্কুলের শিক্ষার্থীবৃন্দ। শেষে প্রধান অতিথি বিভিন্ন বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন। এর আগে এমপি রাগেবুল আহসান রিপু ধলিরচর কেন্দ্রীয় হাফেজিয়া মাদ্রাসা ও এতিমখানার ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।
দৈনিক চাঁদনী বাজার / সাজ্জাদ হোসাইন