জয়পুরহাট মহিলা ডিগ্রি কলেজের রজত জয়ন্তী পালিত | Daily Chandni Bazar জয়পুরহাট মহিলা ডিগ্রি কলেজের রজত জয়ন্তী পালিত | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ১৩ মার্চ, ২০২৩ ২২:৫৪
জয়পুরহাট মহিলা ডিগ্রি কলেজের রজত জয়ন্তী পালিত
জয়পুরহাট ব্যুরো

জয়পুরহাট মহিলা ডিগ্রি কলেজের রজত জয়ন্তী পালিত

 জয়পুরহাটের সুনামধন্য মহিলা ডিগ্রি কলেজের ২৫ বছর পূর্তি উপলক্ষ্যে রজত জয়ন্তী উৎসব পালিত হয়েছে। সোমবার সকাল থেকে অত্র কলেজ প্রাঙ্গণে নানা কর্মসূচীর মধ্য দিয়ে এ উৎসব পালিত হয়। রজত জয়ন্তী অনুষ্ঠানে কলেজের গভর্নিং বডির সভাপতি এ্যাড. মোমিন আহমেদ চৌধুরীর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন, জাতীয় সংসদের হুইপ ও বাংলাদেশ আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ আল মাহমুদ স্বপন এমপি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা পুলিশ সুপার মোহাম্মদ নুরে আলম, সদর উপজেলা চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের সহ সভাপতি এস এম সোলায়মান আলী, সাধারণ সম্পাদক জাকির হোসেন মন্ডল, সহ সভাপতি এ্যাড. নৃপেন্দ্রনাথ, গোলাম হাক্কানী, জাহিদুল আলম বেনু, সাংস্কৃতিক ব্যক্তিত্ব আমিনুল হক বাবুল, কলেজের অধ্যক্ষ আব্দুল মুমিন মন্ডল, উপাধ্যক্ষ মেহেদী হাসান, অত্র কলেজের সহ. অধ্যাপক ও জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক সুমন কুমার সাহা সহ প্রাক্তন শিক্ষার্থীবৃন্দ।

এসময় প্রধান অতিথি তার বক্তব্যে নারী শিক্ষার গুরুত্ব সহ স্মার্ট বাংলাদেশ বিনির্মানে নারী শীর্ষক করণীয় বিভিন্ন বিষয়ে আলোচনা করেন। একই সাথে উক্ত মহিলা কলেজের শিক্ষার্থীদের পড়ালেখার পাশাপাশি আত্ন নির্ভরশীল মানুষ হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করার আহ্বান জানান।

দৈনিক চাঁদনী বাজার / সাজ্জাদ হোসাইন