নন্দীগ্রামে কুন্দারহাট ইনছান আলী উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া মাহফিল অনুষ্ঠিত | Daily Chandni Bazar নন্দীগ্রামে কুন্দারহাট ইনছান আলী উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া মাহফিল অনুষ্ঠিত | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ১৪ মার্চ, ২০২৩ ২২:২৭
নন্দীগ্রামে কুন্দারহাট ইনছান আলী উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
নন্দীগ্রাম(বগুড়া)প্রতিনিধিঃ

নন্দীগ্রামে কুন্দারহাট ইনছান আলী উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

বগুড়ার নন্দীগ্রামে কুন্দারহাট ইনছান আলী দ্বি-মুখী উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থী ২০২৩ দের বিদায়ী সংবর্ধনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার ১৪ই মার্চ দুপর ১২টায় উক্ত প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক গোলাম মোস্তফার সভাপতিত্বে ও সহকারি শিক্ষক জুলফিকার রহমানের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন নন্দীগ্রাম উপজেলা আওয়ামী যুবলীগের সহ-সভাপতি ও অত্র প্রতিষ্ঠানের  সভাপতি এম. আর জামান রাসেল। এসময় আরো উপস্থিত ছিলেন, কুন্দারহাট প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা মাহাবুবা খাতুন, কুন্দারহাট ইনছান আলী দ্বি-মুখী উচ্চ বিদ্যালয়ের সহকারি প্রধান শিক্ষক এটিএম সামছুজ্জামান, সহকারি শিক্ষক জগদীস চন্দ্র, সহকারি শিক্ষক আনোয়ার হোসেন, সহকারি শিক্ষিকা সাবিনা আক্তার, সহকারি শিক্ষিকা মাহমুদা বেগম, সহকারি শিক্ষিকা গুলশানা আক্তার, ক্রীড়া শিক্ষক আশরাফুল ইসলাম আলম, ধর্মীয় শিক্ষক আব্দুল মোমিন, লাইব্রেরিয়ান শিক্ষক আব্দুল হান্নান, অফিস সহকারি জাকির হোসেন, অব: শিক্ষক নাসির উদ্দীন, অভিভাবক আমজাদ হোসেন প্রমুখ। উক্ত বিদায় সংবর্ধনা ও দোয়া মাহফিলের অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন, আজকের শিশু আগামী দিনের ভবিষ্যৎ। আগামী দিনে তোমাদেরই রাষ্ট্র পরিচালনার দায়িত্ব নিতে হবে। দেশে সুশাসন প্রতিষ্ঠায় তোমাদেরই যোগ্য নাগরিক হিসেবে তৈরি হতে হবে। বর্তমান সরকার শিক্ষাবান্ধব সরকার। শিক্ষাক্ষেত্রে উন্নয়নের জন্য সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে। পরে বিদায়ী ৬০ জন ছাত্র ছাত্রীদের সফলতা কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

দৈনিক চাঁদনী বাজার / সাজ্জাদ হোসাইন