বগুড়ার নামুজায় নারী দিবস পালন | Daily Chandni Bazar বগুড়ার নামুজায় নারী দিবস পালন | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ১৫ মার্চ, ২০২৩ ২৩:১৭
বগুড়ার নামুজায় নারী দিবস পালন
ষ্টাফ রিপোর্টার

বগুড়ার নামুজায় 
নারী দিবস পালন

বগুড়া সদর উপজেলার নামুজা ইউনিয়নের মথুরা গ্রামের স্কুল মাঠে আন্তর্জাতিক নারী দিবস উদযাপন উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। চাঁদপুর মানব উন্নয়ন যুব সংস্থার আয়োজনে এবং এসোসিয়েশন ফর ল্যান্ড রিফর্ম এ্যান্ড ডেভেলপমেন্ট (এএলআরডি)’র সহযোগিতায় ১৪ মার্চ বিকালে বিকালে অনুষ্ঠিত নারী দিবসের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের প্রোগ্রাম অফিসার নায়নুল নাজমা। সভাপতিত্ব করেন বগুড়া সদর উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা নাজিয়া সাম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন নামুজা ইউনিয়নের চেয়ারম্যান আলহাজ¦ রফিকুল ইসলাম, বগুড়া সদরের মথুরা সমাজ কল্যাণ পরিষদের নির্বাহী পরিচালক জাহেদুর রহমান জাহিদ। এতে ইউনিয়নের ওয়ার্ড মেম্বার মুন্টু মিয়া সাকিদার, ভলেন্টিয়ার, ছাত্র-ছাত্রী, সাংবাদিক, সুশীল সমাজের প্রতিনিধি, গ্রামের নারী পুরুষ উপস্থিত ছিলেন। সভাটি পরিচালনা করেন চাঁদপুর মানব উন্নয়ন যুব সংগঠন বগুড়ার নির্বাহী পরিচালক নিলুফা ইয়াসমিন। 

সভায় বক্তারা বলেন, নারীদের জীবন যাত্রার মান উন্নয়ন হলেও তাদের মজুরী বৈষম্য এখনো রয়ে গেছে। নারীরা বেশীরভাগ ক্ষেত্রে তাদের সম্পত্তির মালিকানা থেকে বঞ্চিত। নারী কৃষি উৎপাদনের মুল ভূমিকা পালন করে অথচ তাদের কৃষক হিসেবে স্বীকৃতি নেই। দেশের সকল কর্মজীবী নারীর কর্মস্থল নিরাপদ রাখার জন্য সরকারের নীতিনির্ধারণ মহলের প্রতি আহ্বান জানান।

দৈনিক চাঁদনী বাজার / সাজ্জাদ হোসাইন