আজও ৫ বিভাগে ঝড়-বৃষ্টি হতে পারে | Daily Chandni Bazar আজও ৫ বিভাগে ঝড়-বৃষ্টি হতে পারে | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ১৬ মার্চ, ২০২৩ ১৫:৫৭
আজও ৫ বিভাগে ঝড়-বৃষ্টি হতে পারে
অনলাইন ডেস্ক

আজও ৫ বিভাগে ঝড়-বৃষ্টি হতে পারে

আজ বৃহস্পতিবারও দেশের পাঁচ বিভাগে ঝড়-বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। একই সঙ্গে দিনের তাপমাত্রা কিছুটা কমতে পারে বলেও জানিয়েছে সংস্থাটি।

বুধবার সকাল ৬টা থেকে বৃহস্পতিবার সকাল ৬টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় সব বিভাগেই কম-বেশি বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টি হয়েছে। খাগড়াছড়িসহ কয়েকটি অঞ্চলে কালবৈশাখির সঙ্গে শিলা বৃষ্টিও হয়েছে।

এসময়ে সবচেয়ে বেশি ৭ মিলিমিটার বৃষ্টি হয়েছে সিলেটে। ঢাকায়ও ঝড়-বৃষ্টি হয়েছে। ঢাকায় ২ মিলিমিটার বৃষ্টি হয়েছে।

এছাড়া ময়মনসিংহে ৫, নেত্রকোণায় ৪, রাজারহাটে ৫, মাদারীপুরে ৩, টাঙ্গাইলে ১, তেঁতুলিয়ায় ৩, চাঁদপুর ২, মাইজদীকোর্টে ১, যশোরে ২ ও পটুয়াখালীতে ১ মিলিমিটার বৃষ্টি হয়েছে।

বৃহস্পতিবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাস তুলে ধরে আবহাওয়াবিদ মুহাম্মদ আবুল কালাম মল্লিক জানান, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা ও সিলেট বিভাগের দুএক জায়গায় অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

এসময়ে সারাদেশে দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে বলেও জানান তিনি।

বৃহস্পতিবার সকালে দেশের সর্বনিম্ন তাপমাত্রা ১৫ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস ছিল পঞ্চগড়ের তেঁতুলিয়ায়। ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৪ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। বুধবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা ৩৪ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস ছিল রাজশাহীতে।

দৈনিক চাঁদনী বাজার / সাজ্জাদ হোসাইন