গাবতলীর নেপালতলী ইউনিয়ন যুবলীগের কর্মী সভা অনুষ্ঠিত | Daily Chandni Bazar গাবতলীর নেপালতলী ইউনিয়ন যুবলীগের কর্মী সভা অনুষ্ঠিত | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ২১ মার্চ, ২০২৩ ০০:৫৪
গাবতলীর নেপালতলী ইউনিয়ন যুবলীগের কর্মী সভা অনুষ্ঠিত
গাবতলী (বগুড়া) প্রতিনিধি

গাবতলীর নেপালতলী ইউনিয়ন
যুবলীগের কর্মী সভা অনুষ্ঠিত

ভবিষ্যৎ প্রজন্মের জন্য রাষ্ট্রনায়ক শেখ হাসিনার "স্মার্ট বাংলাদেশ" গড়ার স্বপ্ন বাস্তবায়নের লক্ষ্যে দেশের যুবসমাজ এক হও এই স্লোগানকে সামনে রেখে গত রবিবার রাতে বগুড়া গাবতলীর নেপালতলী ইউনিয়ন যুবলীগের কর্মী সভা স্থানীয় হাইস্কুল মাঠে অনুষ্ঠিত হয়। উপজেলা যুবলীগের সভাপতি নজরুল ইসলাম বিটুলের সভাপতিত্বে এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা যুবলীগের সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম ডাবলু। উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক শাহজাহান আলীর পরিচালনায় আরো বক্তব্য রাখেন জেলা যুবলীগের যুগ্ম সম্পাদক সাজেদুর রহমান সিজু, সাংগঠনিক নুরেজ্জামান সিদ্দিকী, শিক্ষা ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক রবিউল হায়াত পটল, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক জান্নাতুল আলম খান রুমেন, জেলা যুবলীগের সদস্য সম্রাট, সৈকত, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি কাজী আনোয়ারুল ইসলাম টিটু, সাধারণ সম্পাদক আব্দুল করিম, উপজেলা আওয়ামী যুবলীগের সহ-সভাপতি আমিনুল ইসলাম মুক্তা, সাংগঠনিক সম্পাদক আহসান হাবীব মিঠু, তারাজুল ইসলাম টিটু, যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক মুন পাইকার, উপজেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক সাহানুর আলম, উপজেলা ছাত্রলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আব্দুর রাকিব, পৌর যুবলীগের সাবেক সাংগঠনিক মনির ইসলাম পিপুল, যুবলীগ নেতা লিটন চৌধুরী, রতন পাইকার, পলান, মতিন, মালেক প্রমুখ। উক্ত কর্মী সভায় নিউটন মিয়াকে আহবায়ক ও আরিফুল ইসলাম আরিফ, আমিরুল ইসলাম সবুজ ও এসএ সুজনকে যুগ্ম আহবায়ক, আনিছুর ইসলাম জুয়েল, মেহেজাবিন ও আব্দুস সালামকে সদস্য করে নেপালতলী ইউনিয়ন যুবলীগের আহবায়ক কমিটি ঘোষণা করা হয়। সেইসাথে আগামী ৩০দিনের মধ্যে ইউনিয়নের প্রতিটি ওয়ার্ড কমিটি গঠন করার নির্দেশ দেয়া হয়েছে।  

দৈনিক চাঁদনী বাজার / সাজ্জাদ হোসাইন