
বগুড়ার নন্দীগ্রামে ট্রাকের পেছনে ট্রাকের ধাক্কায় চালক আশরাফুজ্জামান (৪৫) নিহত হয়েছে। ২০মার্চ সোমবার ভোর রাত্রি ৩:৩০টার দিকে উপজেলার বগুড়া-নাটোর মহাসড়কে কাথম কোয়ালিটি ফিডস কোম্পানির সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত ট্রাকের ড্রাইভার আশরাফুজ্জামান (৪৫) যশোর জেলার মনিরামপুর উপজেলার বারপাড়া গ্রামের বুধই বিশ্বাসের ছেলে। প্রত্যক্ষদর্শী কোয়ালিটি ফিডস কোম্পানির গেইটম্যান জাকারিয়া ইসলাম জানান, নাটোর থেকে বগুড়াগামী মালবোঝাই দ্রুতগতির দুটি ট্রাক কাথম কোয়ালিটি ফিডস কোম্পানির সামনে পৌছালে সামনে থাকা দশ চাকা ট্রাকটি হঠাৎ ব্রেক করে। এতে পিছনে থাকা (সাতক্ষীরা-ট ১১-০১-৭১) ট্রাকটি সামনের অজ্ঞাত দশ চাকা ট্রাকটির পেছনে সজোরে ধাক্কা দেয়। এতে পিছনে থাকা ট্রাকটির কেবিন দুমড়ে-মুচড়ে যায়। ট্রাকটির সহকারি লাফিয়ে জীবন রক্ষা পেলেও গুরুতর আহত হয়েছে কিন্তু ঘটনাস্থলে ট্রাকের কেবিনের মধ্যে চাপা পড়ে চালক মারা যান। ঘটনাস্থল থেকে সামনে থাকা অজ্ঞাত দশ চাকা ট্রাকটি দ্রুত পালিয়ে যায়। নন্দীগ্রাম ফায়ার সার্ভিসের কর্মীরা তৎক্ষনাৎ খবর পেয়ে ট্রাকের কেবিন কেটে চালক কে মৃত অবস্থায় উদ্ধার করে। ট্রাকের সহকারি টুটুল ইসলামকে (১৪) বগুড়া শজিমেক হাসপাতালে ভর্তি করা হয়েছে। এই বিষয়ে কুন্দারহাট হাইওয়ে থানার পুলিশের উপ-পরিদর্শক (এসআই) আবুল হাচনাত জানান, ঘটনাস্থল থেকে একটি ট্রাক ও চালকের মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহতের লাশ তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
দৈনিক চাঁদনী বাজার / সাজ্জাদ হোসাইন