নন্দীগ্রাম সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা | Daily Chandni Bazar নন্দীগ্রাম সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ২১ মার্চ, ২০২৩ ০০:৫৮
নন্দীগ্রাম সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা
নন্দীগ্রাম(বগুড়া)প্রতিনিধিঃ

নন্দীগ্রাম সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা

বগুড়ার নন্দীগ্রাম সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের এসএসসি/এসএসসি (ভোকেশনাল) পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২০ মার্চ) দুপুরে নন্দীগ্রাম সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয় চত্বরে উপজেলা নির্বাহী অফিসার শিফা নুসরাতের সভাপতিত্বে উক্ত বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বগুড়া-৪ আসনের সংসদ সদস্য একেএম রেজাউল করিম তানসেন। এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান রেজাউল আশরাফ জিন্নাহ, মহিলা ভাইস চেয়ারম্যান শ্রাবণী আকতার বানু ও জেলা আওয়ামী লীগের সদস্য অধ্যক্ষ এএনএম আহছানুল হক। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি শফিউল আলম ছবি, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক মাহমুদ আশরাফ মামুন, নন্দীগ্রাম সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) গিরিশি চন্দ্র রায়, সহকারী শিক্ষক নুরুল ইসলাম, শরিফুল ইসলাম ও ফজের আলী লিটন প্রমুখ। ব্যাপক উৎসবমুখর পরিবেশে নন্দীগ্রাম সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের এসএসসি/এসএসসি (ভোকেশনাল) পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়।  

দৈনিক চাঁদনী বাজার / সাজ্জাদ হোসাইন