এমন সেঞ্চুরি আগে দেখেননি লিটন | Daily Chandni Bazar এমন সেঞ্চুরি আগে দেখেননি লিটন | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ২১ মার্চ, ২০২৩ ১০:২৯
এমন সেঞ্চুরি আগে দেখেননি লিটন
অনলাইন ডেস্ক

এমন সেঞ্চুরি আগে দেখেননি লিটন

মুশফিকুর রহিম ওয়ানডেতে দেশের দ্রুততম সেঞ্চুরি (৬০ বলে) উপহার দিলেন। বাংলাদেশও পেলো দলীয় সর্বোচ্চ ৩৪৯ রানের সংগ্রহ। কিন্তু বৃষ্টির বাগড়ায় এমন একটা ম্যাচে জয় পেলো না টাইগাররা। সোমবার আইরিশদের বিপক্ষে সিরিজের দ্বিতীয় ওয়ানডেটি হয়ে গেলো পরিত্যক্ত।

বাংলাদেশ দল কি হতাশ? ম্যাচশেষে সংবাদ সম্মেলনে আসা লিটন দাসের দিকে এমন প্রশ্ন ছুটে গেলে তিনি বললেন, 'ম্যাচটি শেষ হলে তো অবশ্যই ভালো লাগতো। কিন্তু এটার (বৃষ্টি) ওপর তো কারো নিয়ন্ত্রণ নেই।'

এরপর এলো মুশফিকের ব্যাটিং প্রসঙ্গ। সিনিয়র এই ব্যাটারকে রীতিমত প্রশংসাবানে ভাসালেন লিটন। জানালেন, তার ক্যারিয়ারে বাংলাদেশি কোনো ব্যাটারকে এভাবে শেষের দিকে সেঞ্চুরি করতে দেখেননি।

লিটন বলেন, 'সত্যি কথা বলতে, আমি যত দিন খেলছি, বাংলাদেশের কেউই শেষের দিকে এমন ১০০ করেনি। দলের কাউকে করতে দেখলে খুবই ভালো লাগে। সিনিয়ররা করলে আরও ভালো লাগে।'

সিলেটেই মুশফিক আয়ারল্যান্ডের বিপক্ষে প্রথম ম্যাচে ২৬ বলে ৪৪ রানের দুর্দান্ত এক ইনিংস খেলেছিলেন। বাংলাদেশের ৮ উইকেটে ৩৩৮ রানের রেকর্ড গড়তে তা বড় অবদান রেখেছিল। পরের ম্যাচে সেই মুশফিকের ইনিংসেই ফের রেকর্ড ভেঙে সর্বোচ্চ দলীয় সংগ্রহ পেলো বাংলাদেশ।

আগের ম্যাচের ইনিংসটিও গুরুত্বপূর্ণ ছিল মনে করিয়ে লিটন বলেন, 'শুধু আজকের ইনিংস নয়, শেষ ম্যাচের ইনিংসটি দেখেন। অসাধারণ খেলেছেন। রানটা হয়তো বেশি না, ৪০ বা এর বেশি ছিল একটু। ওটা কিন্তু বড় পার্থক্য গড়ে দেয় ৩০০-এর ওপর করতে। আজকের ইনিংসটা তো একেবারেই আলাদা।'

দৈনিক চাঁদনী বাজার / সাজ্জাদ হোসাইন