আলতাফনগর ইবনে সৈয়দ উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ | Daily Chandni Bazar আলতাফনগর ইবনে সৈয়দ উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ২১ মার্চ, ২০২৩ ২৩:১৯
আলতাফনগর ইবনে সৈয়দ উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ
দুপচাঁচিয়া(বগুড়া) প্রতিনিধিঃ

আলতাফনগর ইবনে সৈয়দ উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

দুপচাঁচিয়া উপজেলার আলতাফনগর ইবনে সৈয়দ দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ের আয়োজনে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা, পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে গত ২১মার্চ মঙ্গলবার দুপুরে বিদ্যালয় প্রাঙ্গণে প্রধান শিক্ষক প্রদীপ কুমার প্রাং এর সভাপতিত্বে ও সহকারী শিক্ষক আব্দুর রাজ্জাক এর পরিচালনায় আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন তালোড়া ইউপি চেয়ারম্যান আলহাজ্ব মেহেরুল ইসলাম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন তালোড়া ইউনিয়ন আ’লীগের সভাপতি ও অত্র বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি মোকলেছার রহমান। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন আ’লীগ নেতা মঞ্জুরুল ইসলাম মঞ্জু। সভা শেষে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে প্রধান অতিথি পুরস্কার বিতরণ করেন। পরে বিদ্যালয়ের শিক্ষার্থীদের সমন্বয়ে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। এসময় বিদ্যালয় পরিচালনা পর্ষদের সদস্য দিলীপ কুমার প্রাং, নিরাঞ্জন দেবনাথ, হাবিবা বেগম সহ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকগণ উপস্থিত ছিলেন। 

দৈনিক চাঁদনী বাজার / সাজ্জাদ হোসাইন