শিবগঞ্জে স্বাধীনতা দিবস উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান | Daily Chandni Bazar শিবগঞ্জে স্বাধীনতা দিবস উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ২৪ মার্চ, ২০২৩ ০২:১৯
শিবগঞ্জে স্বাধীনতা দিবস উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান
শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধিঃ

শিবগঞ্জে স্বাধীনতা দিবস উপলক্ষে
আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

বগুড়ার শিবগঞ্জে মহান স্বাধীনতা ও জাতীয় দিবসের আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান বুধবার উপজেলা শহীদ হাফিজার রহমান মিলনায়তনে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান ফিরোজ আহমেদ রিজু, উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে কুলসুম সম্পা, সহকারী কমিশনার ভূমি তাসনিমুজ্জামান, বীর মুক্তিযোদ্ধা আকরাম হোসেন। এসময় উপস্থিত ছিলেন উপজেলা প্রকৌশলী শিহাদুল ইসলাম, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. তারক নাথ কুন্ডু, উপজেলা নির্বাচন অফিসার আনিসুর রহমান, উপজেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক শাহাবু্িদ্দন শিবলী। অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীবৃন্দ অংশ গ্রহণ করেন। বিজয়ীদের আগামী ২৬ মার্চ পুরস্কার বিতরণ করা হবে। 

দৈনিক চাঁদনী বাজার / সাজ্জাদ হোসাইন