গাবতলীতে জমি দখলের চেষ্টা | Daily Chandni Bazar গাবতলীতে জমি দখলের চেষ্টা | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ২৪ মার্চ, ২০২৩ ২৩:২০
গাবতলীতে জমি দখলের চেষ্টা
থানায় অভিযোগ
গাবতলী (বগুড়া) প্রতিনিধি

গাবতলীতে জমি দখলের 
চেষ্টা

বগুড়া গাবতলীর মালিয়ানডাঙ্গা গ্রামে রোপনকৃত বিদেশী ঘাস উপড়ে ফেলে জোরপূর্বক জমি দখলের চেষ্টার ঘটনায় থানায় একটি লিখিত অভিযোগ দাখিল করা হয়েছে। 
জানা গেছে, গাবতলীর বালিয়াদিঘী ইউনিয়নের মালিয়ানডাঙ্গা গ্রামের মৃত আদু প্রামানিকের ছেলে আ: জোব্বার প্রাং (৮৫) পৈত্রিক ও কবলাসূত্রে প্রাপ্ত হয়ে ভোগদখল করে আসা অবস্থায় ২৯শতক জমিতে বিদেশী ঘাস রোপন করেন। কিন্তু একই গ্রামের কতিপয় ব্যক্তি অবৈধভাবে ওই জমির মালিকানা দাবী করে গত ২০মার্চ সকালে বিভিন্ন অস্ত্রসস্ত্রে সজ্জিত হয়ে রোপনকৃত বিদেশী ঘাস উপড়ে ফেলে। এতে প্রায় এক লাখ টাকার ক্ষতিসাধন হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়। পরবর্তীতে উক্ত জমিতে কেউ গেলে তাদেরকে প্রাণে মেরে ফেলবে বলে হুমকি দেয় ওই প্রতিপক্ষরা। শুধু তাই নয়, আ: জোব্বার ও তার ভাতিজার অন্যান্য জমিও জবর দখল করবে বলে হুমকি-ধামকি দিচ্ছে। এ ঘটনায় আ: জোব্বার প্রাং বাদী হয়ে মালিয়ানডাঙ্গা গ্রামের সুবেল প্রাং, রুবেল, শিপন, মরিয়ম বেগম, ফিরোজা বেগম, হারুন, হাজেরা ও জেসমিনের নাম উল্লেখ করে এবং ৪/৫জনকে অজ্ঞাত বলে থানায় একটি লিখিত অভিযোগ দাখিল করেন। এ ব্যাপারে অভিযোগের তদন্তকারী অফিসার বাগবাড়ী ফাঁড়ীর ইনচার্জ মোঃ কামরুজ্জামান বলেন, বিষয়টি নিয়ে উভয়পক্ষকে ডাকা হয়েছে। বৈঠকে উভয়পক্ষের দলিলপত্র দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে। 

দৈনিক চাঁদনী বাজার / সাজ্জাদ হোসাইন