রাজধানীর শেরেবাংলা নগরে শিশু হাসপাতালের সামনে চোর সন্দেহে মো. মামুন (৩৫) নামে এক যুবককে পিটিয়ে হত্যা করা হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে। নিহত ওই যুবক মিরপুরে চা বিক্রি করতেন।
রোববার (২৬ মার্চ) বেলা তিনটার দিকে এই ঘটনা ঘটে। পরে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়।
শেরেবাংলা নগর থানার উপ-পরিদর্শক (এসআই) মো. আল মামুন জানান, আমরা খবর পেয়ে শিশু হাসপাতালের সামনে থেকে মরদেহ উদ্ধার করি। পরে আইনি প্রক্রিয়া শেষে মরদেহ শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।
তিনি আরও জানান, নিহত মামুন মিরপুরের পল্লবী এলাকায় থাকতেন। আজ (রোববার) সকালে তার মা ও স্ত্রীর সঙ্গে চিকিৎসা নিতে এসেছিলেন। এসময় শিশু হাসপাতালের সামনে ঘোরাফেরা করলে ওই এলাকার কিছু ব্যক্তি তাকে চোর সন্দেহে পিটিয়ে গুরুতর আহত করে। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
তিনি আরও জানান, আমরা সিসি ক্যামেরার ফুটেজ দেখে ঘাতকদের ধরার চেষ্টা করছি। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। ওই যুবক মিরপুর এলাকায় চা বিক্রি করতেন।
দৈনিক চাঁদনী বাজার / সাজ্জাদ হোসাইন