বেসরকারি কারিগরি কলেজে ভর্তির সময় বাড়লো | Daily Chandni Bazar বেসরকারি কারিগরি কলেজে ভর্তির সময় বাড়লো | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ২৮ মার্চ, ২০২৩ ১০:৫৬
বেসরকারি কারিগরি কলেজে ভর্তির সময় বাড়লো
অনলাইন ডেস্ক

বেসরকারি কারিগরি কলেজে ভর্তির সময় বাড়লো

বেসরকারি কারিগরি ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিংয়ের বিভিন্ন কোর্সে ভর্তির সময়সীমা বৃদ্ধি করা হয়েছে। আগামী ১০ এপ্রিল পর্যন্ত ভর্তির সময় বাড়ানো হয়েছে। এর আগে ভর্তির শেষ সময় নির্ধারিত ছিল ২৮ মার্চ পর্যন্ত।

রোববার (২৬ মার্চ) কারিগরি শিক্ষা বোর্ডের পরিচালক (শিক্ষাক্রম) প্রকৌশলী মো. রকিব উল্লাহ স্বাক্ষরিত এ সংক্রান্ত একটি নির্দেশনা জারি করা হয়েছে।

নির্দেশনায় বলা হয়েছে, কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যানের অনুমোদনক্রমে বেসরকারি প্রতিষ্ঠান ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং, ডিপ্লোমা ইন মেরিন ইঞ্জিনিয়ারিং, ডিপ্লোমা ইন টেক্সটাইল ইঞ্জিনিয়ারি, ডিপ্লোমা ইন অ্যাগ্রিকালচার, ডিপ্লোমা ইন ফিশারিজ এবং দুই বছরমেয়াদি এইচএসসি (বিজনেস ম্যানেজমেন্ট অ্যান্ড টেকনোলজি), ডিপ্লোমা ইন কমার্স শিক্ষাক্রম ও সার্টিফিকেট ইন মেরিন ট্রেড কোর্সের ২০২২-২০২৩ শিক্ষাবর্ষের ভর্তি কার্যক্রম আগামী ২৮ মার্চ থেকে ১০ এপ্রিল পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে।

এতে আরও বলা হয়, উল্লিখিত সময়ের পর কোনোভাবেই ভর্তির সময় বৃদ্ধি করা হবে না। শুধু সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের অনুমোদিত তালিকায় যেসব শিক্ষার্থীর নাম অন্তর্ভুক্ত থাকবে তাদের ডুপ্লিকেট (নকল) ভর্তি না থাকলে (ডুপ্লিকেট ভর্তি থাকলে বোর্ড নির্ধারিত তারিখের মধ্যে বাতিল করতে হবে) রেজিস্ট্রেশনের জন্য বিবেচিত হবে বলেও নির্দেশনায় উল্লেখ করা হয়েছে।

দৈনিক চাঁদনী বাজার / সাজ্জাদ হোসাইন