আদমদীঘিতে ডোবার পানিতে পড়ে শিশুর মৃত্যু | Daily Chandni Bazar আদমদীঘিতে ডোবার পানিতে পড়ে শিশুর মৃত্যু | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ২৮ মার্চ, ২০২৩ ২৩:১২
আদমদীঘিতে ডোবার পানিতে পড়ে শিশুর মৃত্যু
আদমদীঘি (বগুড়া) প্রতিনিধিঃ

আদমদীঘিতে ডোবার পানিতে পড়ে শিশুর মৃত্যু

বগুড়ার আদমদীঘিতে বাড়ির পাশে খেলতে গিয়ে ডোবার পানিতে পড়ে কুমারী মিঠাই বর্মন নামের দুই বছর বয়সের এক শিশুর মৃত্যু হয়েছে। গতকাল মঙ্গলবার দুপুর ১২ টায় উপজেলার কুন্দগ্রাম বাজার এলাকায় এ ঘটনা ঘটে। কুমারী মিঠাই বর্মন উপজেলার কুন্দগ্রাম ইউনিয়নের বাজার এলাকার নিল বাবু চন্দ্র বর্মনের কন্যা। 
জানা যায়, মঙ্গলবার দুপুর ১২টায় উপজেলার কুন্দগ্রাম বাজার এলাকায় শিশু কুমারী মিঠাই বর্মন পরিবারের সকলের অজান্তে বাড়ির সামনে ধানের জমির পার্শ্বে হাঁটু পানির ডোবায় পড়ে নিখোঁজ হয়। পরিবারের লোকজন শিশুটিকে অনেক খোঁজাখুঁজি করার পর এক পর্যায়ে বাড়ির সামনে ওই ধানের জমির পার্শ্বে ডোবার পানিতে শিশুটিকে ভাসতে দেখে। এরপর স্থানীয়রা থানা পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে শিশুটিকে উদ্ধার করে। এ ঘটনায় আদমদীঘি থানায় একটি  জিডি করা হয়েছে বলে জানিয়েছেন থানার সাব-ইন্সপেক্টর হাফিজুর রহমান। 

দৈনিক চাঁদনী বাজার / সাজ্জাদ হোসাইন