
বগুড়ার শেরপুর উপজেলা ছাত্রলীগের নব-ঘোষিত কমিটিতে বঙ্গবন্ধুর কটুক্তিকারীকে সভাপতি ও হত্যা মামলার আসামীকে সাধারণ সম্পাদক ঘোষণার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে ছাত্রলীগের নেতাকর্মীরা। বুধবার (২৯মার্চ) সকালে স্থানীয় বাসস্ট্যান্ড এলাকায় ছাত্রলীগের সাবেক ও বর্তমান নেতৃবৃন্দের ব্যানারে এই কর্মসূচি পালন করা হয়।
মানববন্ধনে বক্তরা বলেন, কর্মীসম্মেলনের নাম করে গঠনতন্ত্র পরিপন্থীভাবে ছাত্রলীগের নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। তারা বলেন, ঘোষিতরা বিএনপি-জামায়াত পরিবারের সন্তান, বঙ্গবন্ধুকে নিয়ে কটুক্তিকারী, হত্যা মামলার আসামী এবং ছাত্রলীগে অনুপ্রবেশকারী। তাই এই কমিটি ঘোষণার তিব্র নিন্দা জানান ও সেই সাথে এই কমিটি বাতিলের জোর দাবি জানানো হয়।
মানববন্ধনে বক্তব্য রাখেন, উপজেলা ছাত্রলীগের সাবেক সা: সম্পাদক আবু বকর সিদ্দিক, সদ্য সাবেক সা: সম্পাদক সোহেল রানা, কুসুম্বী ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি মিলনুর রহমান মিলন, গাড়িদহ ইউনিয়ন ছাত্রলীগের সজিবুর রহমান জেমস, খানপুর ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি মামুনুর রশিদ, বিশালপুর ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক রেজওয়ানুর রহমান সোহাগ, ভবানীপুর ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি আব্দুর রশিদ, সুঘাট ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি শরিফুল ইসলাম শরীফ, সাধারণ সম্পাদক শামিম হাসান, সাংগঠনিক সম্পাদক আতিক হাসান, ছাত্রলীগ নেতা শাহরিয়ার মামুন, মাসুদ রানা, বায়োজিদ বোস্তামী প্রমূখ।
মানববন্ধন শেষে বাসস্ট্যান্ড মহাসড়কে বিক্ষোভ মিছিল করেন নেতা কর্মীরা।
দৈনিক চাঁদনী বাজার / সাজ্জাদ হোসাইন