ইকুয়েডরে ভূমিধসে মৃতের সংখ্যা বেড়ে ২৭ | Daily Chandni Bazar ইকুয়েডরে ভূমিধসে মৃতের সংখ্যা বেড়ে ২৭ | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ২ এপ্রিল, ২০২৩ ১০:৪৩
ইকুয়েডরে ভূমিধসে মৃতের সংখ্যা বেড়ে ২৭
অনলাইন ডেস্ক

ইকুয়েডরে ভূমিধসে মৃতের সংখ্যা বেড়ে ২৭

ইকুয়েডরে ভূমিধসে মৃতের সংখ্যা বেড়ে ২৭ জনে দাঁড়িয়েছে। দেশটির কর্তৃপক্ষের বরাতে আজ রবিবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা এএফপি।

দেশটির সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, গত সপ্তাহে হওয়া ভূমিধসে এখন পর্যন্ত ২৭ জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় এখনো অনেকে নিখোঁজ রয়েছেন। তাদের উদ্ধারে তৎপরতা অব্যাহত আছে।

ইকুয়েডরের কর্মকর্তারা জানান, গত রবিবার দেশটির আলাউসি শহরে ভারী বৃষ্টির পর পাহাড়ের একটি অংশ ধসে পড়ে। এতে অন্তত ১৬৩টি ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়।
গত শুক্রবার ইকুয়েডরের ঝুঁকি ব্যবস্থাপনা সচিবালয় জানায়, ভূমিধসের ঘটনায় ২৩ জনের মৃত্যু ও ৩৮ জন আহত হয়েছেন। আর নিখোঁজ রয়েছেন ৬৭ জন।

এরপর শনিবার এক টুইটে কর্তৃপক্ষ জানায়, ভূমিধসে এ পর্যন্ত ২৭ জনের মৃত্যুর বিষয়ে তারা নিশ্চিত হয়েছে।

এই ভূমিধসের এক সপ্তাহ আগে ইকুয়েডরের একটি অঞ্চলে ভূমিকম্পে ১৫ জন মারা যান। 

দৈনিক চাঁদনী বাজার / সাজ্জাদ হোসাইন