ওয়াশিংটনে ব্লিঙ্কেনের সঙ্গে মোমেনের বৈঠক | Daily Chandni Bazar ওয়াশিংটনে ব্লিঙ্কেনের সঙ্গে মোমেনের বৈঠক | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ১১ এপ্রিল, ২০২৩ ০৯:৫৬
ওয়াশিংটনে ব্লিঙ্কেনের সঙ্গে মোমেনের বৈঠক
অনলাইন ডেস্ক

ওয়াশিংটনে ব্লিঙ্কেনের সঙ্গে মোমেনের বৈঠক

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেনের সঙ্গে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেনের বৈঠক শুরু হয়েছে। সম্পর্কের ৫০ বছর পূর্তি উপলক্ষে দুদেশের পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে শুরু হয়েছে বৈঠকটি। মঙ্গলবার যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসিতে স্থানীয় সময় দুপুর দেড়টায় এ বৈঠক শুরু হয়।

বৈঠক শেষে সংবাদ সম্মেলনের কথা রয়েছে।

পররাষ্ট্রমন্ত্রী ব্লিঙ্কেনের আমন্ত্রণে ওয়াশিংটন সফরে রয়েছেন পররাষ্ট্রমন্ত্রী মোমেন।

বৈঠকের আগে তিনি বলেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে আমরা খুব ভালো সম্পর্ক বজায় রাখছি। আমি এসেছি, আমাদের ৫০ বছরের ভালো সম্পর্ক রয়েছে। আমেরিকা আমাদের সবচেয়ে বড় বন্ধু দেশ। সবচেয়ে বড় বিনিয়োগকারী, সিঙ্গেল কান্ট্রি হিসাবে সবচেয়ে বড় ব্যবসা, তাদের ব্যবসা বাণিজ্য আমাদের খুব ভালো।

এগুলোকে আমরা আগামী ৫০ বছরে আরও যাতে উন্নত করতে পারি, আরও শক্তিশালী করতে পারি সেইসব নিয়ে আমরা আলোচনা করব।

দৈনিক চাঁদনী বাজার / সাজ্জাদ হোসাইন