বালককে চুমু খাওয়া কাণ্ডে ক্ষমা চাইলেন দালাই লামা | Daily Chandni Bazar বালককে চুমু খাওয়া কাণ্ডে ক্ষমা চাইলেন দালাই লামা | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ১১ এপ্রিল, ২০২৩ ১০:০০
বালককে চুমু খাওয়া কাণ্ডে ক্ষমা চাইলেন দালাই লামা
অনলাইন ডেস্ক

বালককে চুমু খাওয়া কাণ্ডে ক্ষমা চাইলেন দালাই লামা

চুম্বন বিতর্কে ক্ষমা চাইলেন বৌদ্ধদের আধ্যাত্মিক ধর্মগুরু দালাই লামা। রোববার এক অনুষ্ঠানে এক বালককে চুমু দেন দালাই লামা। এরপর ওই বালককে জিভ চুষতে বলেন। এ ঘটনার ভিডিও ভাইরাল হলে শুরু হয় দালাই লামার সমালোচনা।

এরপরই দালাই লামা এ ঘটনার জন্য ক্ষমা চান। একটি আনুষ্ঠানিক বিবৃতি জারি করে তিনি ওই বালক এবং তার পরিবারের কাছে ক্ষমা চেয়েছেন। পাশাপাশিই নিজের আচরণের ব্যাখ্যাও দিয়েছেন বৌদ্ধ ধর্মগুরু।

বৌদ্ধ ধর্মগুরুকে নিয়ে আচমকাই বিতর্ক শুরু হয় সমাজ মাধ্যমে ভাইরাল হওয়া একটি ভিডিও ঘিরে। একটি অনুষ্ঠানে অতিথি হিসাবে উপস্থিত দালাইকে প্রণাম জানাতে এসেছিল এক বালক। এ সময় দালাইয়ের সামনে মাথা নোয়ানো বালককে চিবুক ধরে তার ঠোঁটে চুম্বন করছেন বৌদ্ধ ধর্মগুরু। এরপর তিনি নিজের জিভটি বের করে এনে ওই কিশোরকে বলেন তার জিভটি চুষে নিতে।

ভিডিওতে তাকে বলতে শোনা যায়, তুমি কি আমার জিভটি চুষে দিতে পারবে? এই ভিডিও ঘিরেই শুরু হয় হইচই। দালাই এক কিশোরের সঙ্গে এমন আচরণের কেন করলেন, তার ব্যাখ্যা খুঁজে পাননি অনেকেই।

সোমবার এই আচরণের ব্যাখ্যা দিয়ে দালাইয়ের বিবৃতিতে বলা হয়েছে, আধ্যাত্মিক গুরু প্রায়শই তার সাক্ষাৎপ্রার্থীদের সঙ্গে ঠাট্টা তামাসা করেন। তার নিষ্পাপ মজা করার ঢঙেই তিনি তা করে থাকেন। এবং ক্যামেরার সামনে, প্রকাশ্যেই করে থাকেন।

নোবেল শান্তি পুরস্কারজয়ী দালাই অবশ্য এর আগেও জড়িয়েছেন বিতর্কে। ২০১৯ সালে নিজের উত্তরসূরি বেছে নেয়া প্রসঙ্গে দালাই বলেছিলেন, যদি কোনো মহিলা দালাই লামা হন, তবে তাকে অনেক বেশি আকর্ষণীয় হতে হবে।

বৌদ্ধদের আধ্যাত্মিক ধর্মগুরু এই মন্তব্য করেছিলেন ব্রিটেনের এক সংবাদ সংস্থাকে দেয়া সাক্ষাৎকারে। ততদিনে তিনি তিব্বত থেকে ভারতে এসে আশ্রয় নিয়েছেন। ধর্মশালায় তার সেই পরবাস থেকেই দিয়েছিলেন সাক্ষাৎকারটি। যা নিয়ে বিতর্ক তৈরি হয়। পরে ওই বিতর্কিত মন্তব্যের জন্য ক্ষমাও চাইতে হয়েছিল দালাই লামাকে।

সূত্র: সিএনএন।

দৈনিক চাঁদনী বাজার / সাজ্জাদ হোসাইন