ওভারব্রিজ ভাঙতে না পেরে পরিকল্পিতভাবে আগুন, দাবি ব্যবসায়ীদের | Daily Chandni Bazar ওভারব্রিজ ভাঙতে না পেরে পরিকল্পিতভাবে আগুন, দাবি ব্যবসায়ীদের | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ১৫ এপ্রিল, ২০২৩ ১১:৩৫
ওভারব্রিজ ভাঙতে না পেরে পরিকল্পিতভাবে আগুন, দাবি ব্যবসায়ীদের
অনলাইন ডেস্ক

ওভারব্রিজ ভাঙতে না পেরে পরিকল্পিতভাবে আগুন, দাবি ব্যবসায়ীদের

রাজধানীর গাউছিয়া সুপার মার্কেট ও ঢাকা নিউ সুপার মার্কেটকে যুক্ত করেছে ফুটওভারব্রিজ। গত দুদিন ধরে সিটি করপোরেশনের লোকজন আসে ব্রিজটি ভাঙার জন্য। তবে ব্যবসায়ীদের তোপের মুখে ব্রিজ ভাঙতে না পারলেও বৃহস্পতিবার ব্রিজের সিঁড়ি ভেঙে দেয় সিটি করপোরেশন।

ফুটওভারব্রিজটি আরও আগে ঝুঁকিপূর্ণ ঘোষণা করা হয়। হঠাৎ ঈদের আগে এসে সিটি করপোরেশন ব্রিজটি ভেঙে ফেলতে তোড়জোড় চালায়।

তবে ব্যবসায়ীরা বলছেন, ব্রিজ ভাঙবে ঈদের পর। ঈদের আগে বেচাকেনার মধ্যে কেন ব্রিজ ভাঙতে হবে? এতদিন পড়ে রইলো, এখন সিটি করপোরেশন বলেছে ঝুঁকিপূর্ণ।

আগুন লাগা মার্কেটের ব্যবসায়ী মুস্তাফিজুর রহমান বলেন, দোকান বন্ধ করছি রাত তিনটায়। এরপর বাসায় সেহরি খাওয়ার জন্য যাওয়ার সময় দেখি সিটি করপোরেশন ব্রিজ ভাঙতে এসেছে। তাদের বলা হয় ঈদের আগে কেন ব্রিজ ভাঙতে এসেছেন, ঈদের পর ভাঙেন। বাসায় গিয়ে একটু ঘুম ঘুম ভাব, তখন ফোন আসে মার্কেটে আগুন। এসে দেখি ব্রিজের মাথায় আগুন।

তিনি বলেন, সিটি করপোরেশন রাতে কেন ব্রিজ ভাঙতে আসবে? ব্রিজের মাথায় কেন আগুন? এটি পরিকল্পিত। ব্যবসায়ীদের পথে বসানোর জন্য এই আগুন। এটি ষড়যন্ত্র, সঠিক তদন্তের পর বিচার চাই।

এই ব্যবসায়ী আরও বলেন, গত বছর সিটি করপোরেশন ঝুঁকিপূর্ণ ঘোষণা করার পর এতদিন চলে গেল, কেন ব্রিজ ভাঙা হলো না? ঈদের আগে কেন ব্রিজ ভাঙতে এলো?

নাম প্রকাশে অনিচ্ছুক আরেক ব্যবসায়ী বলেন, ঈদের বাকি মাত্র পাঁচদিন আর এখন ব্রিজ ভাঙতে হবে কেন? এতদিন পড়ে ছিল, ব্রিজ তখন কেন ভাঙা হলো না?

শনিবার (১৫ এপ্রিল) ভোর ৫টা ৪০ মিনিটে নিউমার্কেটের নিউ সুপার মার্কেটে আগুন লাগার তথ্য জানতে পারে ফায়ার সার্ভিস। ৫টা ৪৩ মিনিটে আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের প্রথম ইউনিট ঘটনাস্থলে পৌঁছে। এরপর একে একে ৩০টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে যোগ দেয়।

পরে ভয়াবহ এই আগুন সকাল ৯টা ১০ মিনিটে নিয়ন্ত্রণে এসেছে বলে জানিয়েছেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. মাইন উদ্দিন।

তিনি বলেন, এখন আগুন পুরোপুরি নির্বাপন ও ডাম্পিংয়ের কাজ চলছে।

দৈনিক চাঁদনী বাজার / সাজ্জাদ হোসাইন