পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে সড়ক ও মহাসড়কে সুষ্ঠু যানবাহন চলাচলের জন্য পরিবহন মালিক ও শ্রমিক নেতাদের সঙ্গে বৈঠকে বসেছেন পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুন।
সোমবার (১৭ এপ্রিল) দুপুরে পুলিশ সদর দপ্তরের সম্মেলন কক্ষে পুলিশ আইজিপির সভাপতিত্বে মতবিনিময় সভা শুরু হয়।
ঈদযাত্রা নির্বিঘ্ন করতে বিশেষ পরিকল্পনা নিয়েছে বাংলাদেশ পুলিশ। সবার ঈদযাত্রা স্বস্তিদায়ক করতে ও কিছু নির্দেশনা বাস্তবায়ন করতে পরিবহন মালিক ও শ্রমিক নেতাদের সঙ্গে বৈঠকে বসেছেন আইজিপি। বৈঠকে সড়কের বিভিন্ন সমস্যা ও সমাধানের ইস্যু নিয়ে আলোচনা হবে বলে জানা গেছে।
সভায় উপস্থিত রয়েছেন-সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের যুগ্ম সচিব। পুলিশ সদর দপ্তরের অতিরিক্ত আইজিপি (প্রশাসন), ডিএমপি কমিশনার, হাইওয়ে পুলিশের প্রধান, বিআরটিএর যুগ্ম সচিব, ঢাকা রেঞ্জ ডিআইজি ও ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার।
এছাড়া সব বিভাগের রেঞ্জ ডিআইজি, সব মেট্রোপলিটনের কমিশনার, ঢাকা, নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ, শরিয়তপুর, মাদারীপুর, গাজীপুর, টাঙ্গাইল, মানিকগঞ্জ, সিরাজগঞ্জ, ও কুমিল্লা জেলার পুলিশ সুপাররা সভার ভার্চুয়ালি যুক্ত হয়েছেন।
এছাড়াও বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতি, ঢাকা জেলা সড়ক পরিবহন যানবাহন ইউনিয়ন, ফুলবাড়িয়া বাস টার্মিনাল মালিক সমিতি, ঢাকা জেলা বাস টার্মিনাল শ্রমিক ইউনিয়ন, সায়েদাবাদ বাস মালিক সমিতি ও বাংলাদেশ বাস-ট্রাক ওনার্স অ্যাসোশিয়েশনের প্রতিনিধিরা বৈঠকে উপস্থিত রয়েছেন।
দৈনিক চাঁদনী বাজার / সাজ্জাদ হোসাইন