গাইবান্ধা সদরে সোমবার রাতে নিখোঁজ হওয়া শিশু আব্দুল্লাহর (৮ মাস) মরদেহ পাশের বাড়ির টয়লেটের ট্যাংক থেকে উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (১৮ এপ্রিল) সকালে তার মরদেহ উদ্ধার করা হয়। সদর উপজেলার লক্ষিপুর ইউনিয়নের গোবিন্দপুর (নন্দিরভিটা) গ্রামে এ ঘটনা ঘটে। সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহত আব্দুল্লাহ গোবিন্দপুর গ্রামের অটোরিকশাচালক মাহবুর রহমান ও জোসনা বেগম দম্পতির ছেলে।
নিহতের স্বজনরা জানান, গতকাল রাত সাড়ে ৮টার দিকে আব্দুল্লাহকে বিছানায় ঘুমানো অবস্থায় রেখে পাশের বাড়িতে যায়। আব্দুল্লাহ যে ঘরে ঘুমিয়ে ছিল তার পাশের ঘরেই পড়ছিল তার বোন। ৫ মিনিট পরে এসে দেখেন আব্দুল্লাহ বিছানায় নেই। তারপর সম্ভাব্য সব জায়গায় খোঁজাখুঁজি করে তাকে না পাওয়ায় রাতেই সদর থানায় জানানো হয়।
মঙ্গলবার সকাল ৬টার দিকে আব্দুল্লাহকে খুঁজে পেতে তার পরিবার এক ফকিরের কাছে গেলে তিনি বাড়ির আশপাশে ভালো করে খুঁজে দেখতে বলেন। ৭টার দিকে পাশের বাড়ির টয়লেটের ট্যাংকের পাশে একটি কাঁথা পড়ে থাকতে দেখেন। এতে সন্দেহ হলে ট্যাংকের ভেতর তল্লাশি করে আব্দুল্লাহর মরদেহ পাওয়া যায়। পরে পুলিশকে খবর দেয়া হলে তারা এসে লাশ উদ্ধার করে।
লক্ষীপুর ইউনিয়ন পরিষদ (ইউপি) সদস্য মিজানুর রহমান বলেন, শিশুটি আমার আত্মীয়। নিখোঁজের পর আমিসহ প্রায় সহস্রাধিক মানুষ খোঁজাখুঁজি করেছি। পরে মঙ্গলবার সকালে বাড়ির পাশের একটি টয়লেটের ট্যাংকে আব্দুল্লাহর মরদেহ পাওয়া গেছে।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদুর রহমান বলেন, খবর পেয়ে সোমবার নিখোঁজ হওয়া ওই শিশুর লাশ টয়লেটের ট্যাংক থেকে উদ্ধার করা হয়েছে। নিহতের স্বজনরা এখনো কাউকে সন্দেহ করছে না। লাশ ময়নাতদন্তের জন্য গাইবান্ধা জেলা হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে বলেও তিনি জানান।
দৈনিক চাঁদনী বাজার / সাজ্জাদ হোসাইন