জয়পুরহাটে সাড়ে ৩ লাখ টাকার জাল নোটসহ দুইজন আটক | Daily Chandni Bazar জয়পুরহাটে সাড়ে ৩ লাখ টাকার জাল নোটসহ দুইজন আটক | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ১৮ এপ্রিল, ২০২৩ ২২:১৮
জয়পুরহাটে সাড়ে ৩ লাখ টাকার জাল নোটসহ দুইজন আটক
জয়পুরহাট ব্যুরোঃ

জয়পুরহাটে সাড়ে ৩ লাখ টাকার জাল নোটসহ দুইজন আটক

জয়পুরহাটে প্রায় সাড়ে ৩ লাখ টাকার জাল নোট সহ দুইজনকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। সোমবার দিবাগত রাতে জয়পুরহাট সদর উপজেলার তেঁতুলতলী এলাকা থেকে তাদের আটক করা হয়।

আটকরা হলেন- জয়পুরহাট সদর উপজেলার নাকুরিয়া গ্রামের নুর মোহাম্মদের ছেলে রিমন হোসেন,একই গ্রামের নুরুজ্জামানের ছেলে রনি  মন্ডল।

জয়পুরহাট র‌্যাব-৫ এর ভারপ্রাপ্ত কোম্পানী অধিনায়ক সিনিয়র সহকারী পুলিশ সুপার মাসুদ রানা জানান, আটককৃত জাল নোট চক্রের সদস্যরা আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে বিপুল পরিমাণে জালটাকা তৈরি করে  মার্কেটেগুলোতে  ছড়িয়ে দিতে  কাজ করে যাচ্ছে।
এমন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে  ৪  টি ১ হাজার টাকার জাল নোটের বান্ডিলে ৩ লাখ ৪৬ হাজার টাকার  জাল নোটসহ দুজনকে আটক করা হয়। আটকরা দীর্ঘদিন ধরে জাল টাকার ব্যবসা করে আসছিলেন বলেও জানান তিনি।

দৈনিক চাঁদনী বাজার / সাজ্জাদ হোসাইন