দুইদিনে ঢাকা ছাড়লেন ২৯ লাখের বেশি সিমধারী | Daily Chandni Bazar দুইদিনে ঢাকা ছাড়লেন ২৯ লাখের বেশি সিমধারী | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ২০ এপ্রিল, ২০২৩ ১৬:৩৭
দুইদিনে ঢাকা ছাড়লেন ২৯ লাখের বেশি সিমধারী
অনলাইন ডেস্ক

দুইদিনে ঢাকা ছাড়লেন ২৯ লাখের বেশি সিমধারী

মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব ঈদুল ফিতর উদযাপনে নাড়ির টানে বাড়ি ফিরছে মানুষ। রাজধানী ঢাকা থেকে গ্রামে পরিবার-পরিজনের সঙ্গে ঈদ করতে যাচ্ছেন তারা। এসময় প্রতিদিন ঠিক কত মানুষ ঢাকা ছাড়ছে, তা নির্দিষ্ট করে জানা সম্ভব নয়। তবে দৈনিক কতগুলো সক্রিয় মোবাইল সিম ঢাকা ছাড়ছে, তা জানিয়েছেন ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার।

মন্ত্রীর দেওয়া তথ্যমতে, ১৮ ও ১৯ এপ্রিল এই দুদিনে ঢাকা থেকে বাইরে গেছে ২৯ লাখ ৯২৩টি সিম। আর ঢাকায় এসেছে ১৩ লাখ ৩০৫টি সিম।

ঢাকা ছাড়া সিমগুলোর মধ্যে গ্রামীণফোনের রয়েছে নয় লাখ ১৪ হাজার ১৭৩টি, রবির সাত লাখ ১৯ হাজার ২৩৯টি, বাংলালিংকের ১২ লাখ ৩১ হাজার ৭৬৯টি এবং টেলিটকের ৩৫ হাজার ৭৫০।

অন্যদিকে ঢাকায় আসাদের মধ্যে গ্রামীণফোনের সিম রয়েছে দুই লাখ ২৬ হাজার ২০৭টি, রবির এক লাখ ৮৯ হাজার ৭৬৪টি, বাংলালিংকের আট লাখ ৩২ হাজার ৭৮১টি এবং টেলিটকের ১৫ হাজার ৫৫৩টি।

দৈনিক চাঁদনী বাজার / সাজ্জাদ হোসাইন