সৌদি আরবের রিয়াদগামী বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি প্লেনের ওয়েদার রাডার মাঝ আকাশে নষ্ট হয়ে গেছে। এতে প্রায় আড়াই ঘণ্টা আকাশে উড়ে আবার ঢাকায় ফিরে এসেছে ফ্লাইটটি। বিমানের এ ফ্লাইটটি বোয়িং ৭৭৭-৩০০ (ইআর) মডেলের প্লেনে পরিচালিত হচ্ছিল। শুক্রবার (২১ এপ্রিল) বিমান বাংলাদেশ এয়ারলাইনস সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র জানায়, বিজি-৩৩৯ ফ্লাইটটি মঙ্গলবার (১৮ এপ্রিল) রাত ২টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে রিয়াদের উদ্দেশ্যে যাত্রা করে। ফ্লাইটটি পরিচালনার ঘণ্টাখানেক পর পাইলট বুঝতে পারেন যে, বিমানের ওয়েদার রাডার কাজ করছে না। এ কারণে পাইলট রিয়াদ বা মাঝপথের কোনো অঞ্চলের আবহাওয়া বা বাতাসের গতির আপডেট পাচ্ছিলেন না। পাইলট তখন কন্ট্রোল টাওয়ারের সঙ্গে যোগাযোগ করে ঢাকা ফেরার সিদ্ধান্ত নেন।
ভোর সাড়ে ৪টার দিকে ফ্লাইটটি নিরাপদে ঢাকায় ফিরে আসে। পরে ওয়েদার রাডার ঠিক করে সকাল সাড়ে ৭টার দিকে ফ্লাইটটি আবারও রিয়াদের উদ্দেশ্যে রওনা হয়। রিয়াদের স্থানীয় সময় বেলা ১১টায় এটি গন্তব্যে পৌঁছে।
সাধারণত ওয়েদার রাডার দিয়ে পাইলট যাত্রাপথ ও গন্তব্যের আবহাওয়া, ঝড় ও বাতাসের পরিস্থিতি জানতে পারেন। এছাড়া ঝড় বা প্রতিকূল আবহাওয়া থাকলে পাইলটকে বিকল্প রুট চিহ্নিত করে দেয় এ রাডার।
দৈনিক চাঁদনী বাজার / সাজ্জাদ হোসাইন