তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেছেন, জননেত্রী শেখ হাসিনা দুঃখী মানুষের ভাগ্য উন্নয়নে কাজ করছেন। তিনি বাংলাদেশকে ক্ষুধা-দারিদ্র্যমুক্ত বঙ্গবন্ধুর সোনার বাংলা এবং স্মার্ট বাংলাদেশ বিনিমার্ণে কাজ করছেন। শেখ হাসিনার সৎ, সাহসী ও দূরদর্শী নেতৃত্বে দেশ আজ উন্নয়নের রোল মডেল
শুক্রবার (২১ এপ্রিল) সকালে নাটোরের সিংড়া পৌর কমিউনিটি সেন্টার প্রাঙ্গণে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ব্যক্তিগত উদ্যোগে ঈদের শুভেচ্ছা উপহার ও খাদ্যসামগ্রী বিতরণ অনুষ্ঠনে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
প্রতিমন্ত্রী পলক বলেন, ‘আজ শ্রীলঙ্কা-পাকিস্তান দেউলিয়া হয়ে গেছে। সেই দেশে বিদ্যুৎ নেই, খাবার নেই, তেল নেই। সে অবস্থায় আমাদের প্রাণপ্রিয় জননেত্রী শেখ হাসিনার সৎ, সাহসী, দূরদর্শিতা ও দায়িত্বশীলতার কারণে আমরা কিন্তু তুলনামূলক এশিয়া, ইউরোপ ও আমেরিকার অনেক দেশের তুলনায় ভালো আছি।’
তিনি আরও বলেন, শেখ হাসিনার সরকার ১৪ বছরে যত বিধবা ভাতা, বয়স্ক ভাতা, প্রতিবন্ধী ভাতা ও মাতৃত্বকালীন ভাতা দিয়েছে বিগত দিনে কোনো সরকার দিতে পারেনি। আওয়ামী লীগের নেতাকর্মীরা দুঃখী মানুষের পাশে দাঁড়াবে। আমরা সিংড়া পৌর এলাকায় ১ হাজার এবং পৌরসভার বাইরে ২ হাজার অসহায় মানুষের মধ্যে ঈদ উপহার পৌঁছে দিচ্ছি। এছাড়া বিভিন্ন আশ্রয়ণ প্রকল্পে প্রধানমন্ত্রীর উপহারের ঘরে যারা বসবাস করছেন তাদের ঘরে ৪ হাজার খাবার প্যাকেট ও উপহার দিয়েছি।
খাদ্যসামগ্রী বিতরণ অনুষ্ঠনে সিংড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট ওহিদুর রহমান, যুগ্ম-সাধারণ সম্পাদক রুহুল আমিন, সিংড়া পৌর আওয়ামী লীগের সভাপতি ডালিম আহমেদ, সাধারণ সম্পাদক সাজ্জাদ হোসেনসহ নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
দৈনিক চাঁদনী বাজার / সাজ্জাদ হোসাইন