ভিডিও দেখার সময় হাতে মোবাইল ফোন বিস্ফোরণ, নিহত আট বছরের শিশু | Daily Chandni Bazar ভিডিও দেখার সময় হাতে মোবাইল ফোন বিস্ফোরণ, নিহত আট বছরের শিশু | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ২৫ এপ্রিল, ২০২৩ ১৭:০৩
ভিডিও দেখার সময় হাতে মোবাইল ফোন বিস্ফোরণ, নিহত আট বছরের শিশু
অনলাইন ডেস্ক

ভিডিও দেখার সময় হাতে মোবাইল ফোন বিস্ফোরণ, নিহত আট বছরের শিশু

হাতে মোবাইল ফোন নিয়ে ভিডিও দেখছিল আট বছরের শিশু আদিত্যশ্রী। হঠাৎ বিস্ফোরিত হয় সেটি। এতে প্রাণ হারিয়েছে শিশুটি। গত সোমবার (২৪ এপ্রিল) দুঃখজনক ঘটনাটি ঘটেছে ভারতের কেরালায়।

ভারতীয় সংবাদমাধ্যম দ্য নিউ ইন্ডিয়ান এক্সপ্রেসের খবরে জানা যায়, তৃতীয় শ্রেণির ছাত্রী আদিত্যশ্রী। বাবার নাম অশোক কুমার। তারা ত্রিশুরের তিরুভিলওয়ামালা এলাকার বাসিন্দা।

সোমবার রাতে আদিত্যশ্রী হাতে মোবাইল ফোন নিয়ে ভিডিও দেখছিল। এসময় হঠাৎ সেটি বিস্ফোরিত হয়। এতে মারাত্মক আহত হয় শিশুটি।

পুলিশ বার্তা সংস্থা পিটিআই’কে জানিয়েছে, স্থানীয় সময় রাত সাড়ে ১০টার দিকে ঘটে এ দুর্ঘটনা। আহত শিশুটিকে যথাসাধ্য চেষ্টা করেও বাঁচানো সম্ভব হয়নি।

এ ঘটনায় একটি মামলা দায়ের করে তদন্ত শুরু করেছে পাজায়ান্নুর পুলিশ। বিস্ফোরণের কারণসহ বিস্তারিত জানতে কাজ করছে ফরেনসিক দল।

পুলিশের ধারণা, ব্যাটারি ওভারহিটিং বা অতিরিক্ত গরম হয়ে যাওয়ার কারণেই হয়তো মোবাইল ফোনটি বিস্ফোরিত হয়েছিল।

নিহত শিশুর মরদেহ ত্রিশুর মেডিকেল কলেজে পাঠানো হয়েছে।

এর আগে, গত ফেব্রুয়ারিতে মধ্য প্রদেশের উজ্জাইন জেলায় মোবাইল ফোনের ব্যাটারি বিস্ফোরণে এক ব্যক্তির মৃত্যুর অভিযোগ উঠেছিল। ৬৮ বছর বয়সী ওই ব্যক্তিকে মুখ ও শরীরের অন্যান্য অংশে গুরুতর জখম অবস্থায় বাড়ির ভেতরে মৃত অবস্থায় পাওয়া যায়।

পুলিশ জানায়, মরদেহের পাশে মোবাইল ফোনের টুকরো পাওয়া গিয়েছিল। তবে কোনো বিস্ফোরক পাওয়া যায়নি।

ধারণা করা হচ্ছে, ফোন চার্জে দিয়ে কথা বলছিলেন ওই ব্যক্তি। এসময় সেটি বিস্ফোরিত হয়।

সূত্র: দ্য নিউ ইন্ডিয়ান এক্সপ্রেস, এনডিটিভি, টাইমস নাউ

দৈনিক চাঁদনী বাজার / সাজ্জাদ হোসাইন